বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৩ আগস্ট, ২০২৫ এ ৪:৩৭ এএম
মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল বলছে যুক্তরাষ্ট্র । ছবি : সংগৃহীত

মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল বলছে যুক্তরাষ্ট্র । ছবি : সংগৃহীত

গত বছর আগস্টের পর থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে বলে মন্তব্য করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার (১২ আগস্ট) প্রকাশিত মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদন-২০২৪ এ এই তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে জুলাই-আগস্ট মাসের ছাত্র আন্দোলনের ঘটনাবলী বিশেষভাবে স্থান পেয়েছে। এতে শেখ হাসিনার দেশত্যাগ এবং প্রফেসর মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে, বিগত সরকারের সময় বিভিন্ন গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এর মধ্যে হত্যা, গুম, শারীরিক নির্যাতন, বিচারবহির্ভূত আটক, বাকস্বাধীনতা ও গণমাধ্যমের ওপর কঠোর নিয়ন্ত্রণ, সেন্সরশিপ, সাংবাদিক গ্রেপ্তার এবং শ্রম আইন লঙ্ঘনের মতো ঘটনা উল্লেখযোগ্য।

প্রতিবেদন অনুযায়ী, এসব লঙ্ঘনের বহু ঘটনার পরও বিগত হাসিনা প্রশাসন দায়ীদের বিরুদ্ধে কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। বরং অনেক ক্ষেত্রে অপরাধীরা রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক প্রভাবের কারণে শাস্তি এড়িয়ে গেছে। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিস্থিতিতে পরিবর্তন এসেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। অন্তর্বর্তী সরকার মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান শুরু করেছে এবং আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে।

আন্তর্জাতিক মহল মনে করছে, এই পদক্ষেপগুলো বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি উন্নত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে, তবে দীর্ঘমেয়াদে তা কতটা ফলপ্রসূ হবে, তা সময়ই নির্ধারণ করবে।