৪৮তম বিসিএসে ভুয়া পরীক্ষার্থী শনাক্ত - বদলি পরীক্ষার্থীদের কঠোর শাস্তি দিল পিএসসি


বিসিএস পরীক্ষায় প্রতারণা - তিনজনের জেল, একজন আজীবন বহিষ্কার। ছবি : আজকের প্রথা গ্রাফিক্স
৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় ভুয়া বা বদলি পরীক্ষার্থী শনাক্ত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এসব ঘটনায় পিএসসি কঠোর অবস্থান নিয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর ২০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঘটনার তথ্য প্রকাশ করা হয় বুধবার (২২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, খিলগাঁও মডেল কলেজ ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে মোট তিনজন বদলি পরীক্ষার্থী ধরা পড়ে। খিলগাঁও মডেল কলেজে সিরাজগঞ্জের মো. নাজমুল হাসানের হয়ে পরীক্ষায় অংশ নেয় মো. ফাহাদ মৃধা, আর নাটোরের জেসমিন আক্তারের হয়ে পরীক্ষায় বসে অন্য একজন নারী। একইভাবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে এনামুল হক অংশ নেন সিরাজগঞ্জের লিটন শেখের বদলে। এ তিনজনকেই এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া ইডেন মহিলা কলেজ কেন্দ্রে মোবাইল ফোন বহনের দায়ে আফরিন জাহানকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং প্রশ্নপত্রে নকলের অভিযোগে নুসরাত জাহানের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। এসব ঘটনায় কমিশন পরীক্ষার শুদ্ধতা বজায় রাখতে কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে।
আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো, আশিক ইকবাল নামে এক পরীক্ষার্থী ইচ্ছাকৃতভাবে নিজের রেজিস্ট্রেশন নম্বরের স্থানে অন্য একজনের নম্বর লিখেন। এতে তার প্রার্থিতা বাতিল করে আজীবনের জন্য কমিশনের আওতাধীন সব পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
পিএসসি জানিয়েছে, যেসব পরীক্ষার্থী নিজে বা অন্যের হয়ে জালিয়াতির মাধ্যমে পরীক্ষায় অংশ নিয়েছেন—তাদের সবাইকে ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় বহিষ্কার করা হয়েছে। শুধু তাই নয়, ভবিষ্যতের সব নিয়োগ পরীক্ষায় আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
পিএসসি স্পষ্ট করেছে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পরীক্ষায় কোনো ধরনের প্রতারণা সহ্য করা হবে না এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।