গাজীপুরে শ্রমিক আন্দোলনে সংঘর্ষ - ধাওয়া - পাল্টা ধাওয়া, আহত ১০

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
২৭ জুলাই, ২০২৫ এ ৬:২৮ এএম
গাজীপুরে শ্রমিক আন্দোলন । ছবি : সংগৃহীত

গাজীপুরে শ্রমিক আন্দোলন । ছবি : সংগৃহীত

বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় আজ রোববার সকাল সাড়ে ৬টায় আরএকে সিরামিক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এই অবরোধে মহাসড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং অফিসগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

শ্রমিকদের সরিয়ে দিতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সকাল ১০টার দিকে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং মহাসড়কে যান চলাচল শুরু হয়।

এক শ্রমিক মাহবুব হোসেন বলেন, "আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। হঠাৎ পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে আমাদের আহত করে।"

আরেক শ্রমিক মনির হোসেন জানান, “সাত মাস ধরে বেতন বকেয়া। বারবার সময় দিয়ে ঘোরানো হচ্ছে। সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।”

শ্রমিক রুহুল আমিন বলেন, “১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না। এর মধ্যে রয়েছে বকেয়া বেতন পরিশোধ, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সঠিক পদে নিয়োগ এবং অযোগ্যদের অপসারণ।”

শ্রীপুর থানার ওসি মো. আব্দুল বারিক বলেন, “শ্রমিকদের শান্ত করতে পুলিশ ও শিল্প পুলিশ উপস্থিত হয়। কিন্তু শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে হয়। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সেনাবাহিনীও উপস্থিত হয়েছে।