১৮০+ রানের লক্ষ্য মাথায় রেখে প্রস্তুতি, এবার আনা হচ্ছে শক্তিশালী হিটারদের গুরু


🏏 এশিয়া কাপের আগে আগ্রাসী ক্রিকেটের প্রস্তুতি, আসছে পাওয়ার হিটিং কোচ ও মনোবিদ
পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসে টইটম্বুর বাংলাদেশ দল এবার এশিয়া কাপকে সামনে রেখে নিচ্ছে ব্যতিক্রমী প্রস্তুতি। বড় স্কোরের ক্রিকেট খেলতে হলে চাই বড় রান তাড়া করার সামর্থ্য। আর তাই বিসিবির পরিকল্পনায় এখন ১৮০-২০০ রানযোগ্য উইকেটে প্রস্তুতি ও পাওয়ার হিটিং।
সিরিজের জয় উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দিলেও ক্রিকেট বোর্ড খুব একটা আত্মতুষ্ট নয়। বরং আরও উন্নতির খোঁজে মাঠে নামছে তারা।
ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানালেন, “আমরা এখনো শক্ত অবস্থানে পৌঁছাইনি। আমাদের সামনে অনেক পথ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়া কাপে নিজেদের অবস্থান যাচাই করে নেওয়ার সুযোগ আছে।”
তিনি আরও বলেন, “আমরা চাই ১৮০-২০০ রানের উইকেটে অনুশীলন করতে। ঢাকায় সেই ধরনের উইকেট তৈরি না হলে ক্যাম্প হবে সিলেট কিংবা চট্টগ্রামে।”
💪 পাওয়ার হিটিংয়ের জন্য আলাদা কোচ, মানসিক দৃঢ়তায় মনোবিদ
আগ্রাসী ব্যাটিংয়ের জন্য দরকার দারুণ ফিটনেস ও সাহসী মানসিকতা। তাই বিসিবি এবার আনতে চায় একজন বিশেষজ্ঞ পাওয়ার হিটিং কোচ, যিনি হবেন বিদেশি। সঙ্গে থাকবেন একজন পেশাদার স্পোর্টস সাইকোলজিস্ট বা মনোবিদ।
নাজমুল আবেদীন বলেন, “ভালো উইকেট পাওয়ার পাশাপাশি, আমরা একজন হিটিং কোচ ও মনোবিদ যুক্ত করতে যাচ্ছি। বিষয়টি নিয়ে কাজ চলছে।”
🌍 নেপাল কিংবা নেদারল্যান্ডসকে নিয়েও হতে পারে প্রস্তুতি সিরিজ
ভারতের না আসার খবর নিশ্চিত হলেও বিসিবি এখনো চেষ্টা করছে এশিয়া কাপের আগে একটি আন্তর্জাতিক সিরিজ আয়োজন করতে। ফাহিম জানান, “বাইরের কোনো দল এলে ভালো। আর না এলে নিজেদের মধ্যে দুই ভাগে ভাগ করে প্রতিযোগিতামূলক সিরিজ খেলানো হবে, যেন তা আন্তর্জাতিক ম্যাচের মতোই প্রস্তুতির সুযোগ দেয়।”
আজকের প্রথা/ফা-আ