নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন জরুরি - নাহিদ ইসলাম


গণপরিষদ - নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা নতুন সংবিধানের দাবিতে রাজপথে নেমেছি। এই নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন হবে, যেখানে জনগণের অংশগ্রহণের ভিত্তিতে দেশের নতুন সংবিধান তৈরি হবে।”
রোববার (২৯ জুলাই) দুপুরে নেত্রকোনার মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, “জুলাই-আগস্টে আমরা একটি নতুন বাংলাদেশের ঘোষণা দিয়েছিলাম। এখন সেই লক্ষ্য বাস্তবায়নের সময় এসেছে। আমরা পুরনো আইন ও ব্যবস্থাপনা দিয়ে আর চলতে চাই না। আমরা চাই একটি ন্যায়ের ভিত্তিতে গঠিত কল্যাণমূলক রাষ্ট্র যেখানে মানুষের মানবিক মর্যাদা ও অধিকার থাকবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান—সবক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তন আনতে হবে।”
তিনি বলেন, “এক বছর আগে যারা রক্ত দিয়ে এই সরকারের পতন ঘটিয়েছে, তাদের আত্মত্যাগ বৃথা যাবে না। শেখ হাসিনা ও আওয়ামী লীগের যারা গণহত্যার সঙ্গে জড়িত, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।”
নেত্রকোনার সমস্যার দিক তুলে ধরে তিনি বলেন, “এই এলাকায় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের চরম সংকট রয়েছে। এনসিপি জনগণের এই সংকট নিরসনে কাজ করে যাবে।