সাবেক এয়ার চিফ হান্নানের বিরুদ্ধে দুর্নীতির মামলা


সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান। ছবি: সংগৃহীত
দেশের বাইরে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৭ জুলাই) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে উপপরিচালক তানজির হাসিব সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।
এর আগে, চলতি বছরের ৫ মে হান্নান ও তার পরিবারের তিন সদস্যের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয় আদালত। জানা গেছে, খিলক্ষেতে তার নামে তিনটি ফ্ল্যাট, পল্লবীতে একটি প্লট এবং নারায়ণগঞ্জে ছয় শতক জমি ক্রোক করা হয়।
এছাড়া দুদকের আবেদনের ভিত্তিতে আদালত হান্নানের ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেয়। তার স্ত্রী তাহমিদা বেগম, ছেলে শেখ লাবিব হান্নান এবং আত্মীয় সানজিদা আক্তারের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা ছিল।
দুদকের তদন্ত সূত্র জানায়, তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্যসহ বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী, দেশের বাইরে ৫ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা করা হয়েছে।