ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায় থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
২৮ আগস্ট, ২০২৫ এ ৬:২৯ এএম
সমাবেশে বক্তব্য দিচ্ছেন থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত

সমাবেশে বক্তব্য দিচ্ছেন থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক এবং রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর প্রধান থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি এক সমাবেশে ভক্তের সঙ্গে তার দেহরক্ষীর দুর্ব্যবহারের অভিযোগে এই মামলাটি করা হয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বুধবার তামিলনাড়ুর পেরাম্বলুর জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট কার্যালয়ে শরৎকুমার নামের এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন। এতে ভারতীয় দণ্ডবিধির তিনটি ধারায় বিজয় এবং তার নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

২০২৪ সালে প্রতিষ্ঠিত দল টিভিকে-কে কেন্দ্র করে রাজনীতির মঞ্চে নিজেকে একজন বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে উপস্থাপন করতে চাইছেন বিজয়। চলতি মাসের শুরুতে তিনি ঘোষণা দেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মাদুরাই পূর্ব থেকে প্রার্থী হবেন। এটি ক্ষমতাসীন দ্রাবিড় মুন্নেত্র কাজগম (ডিএমকে)-এর বিরুদ্ধে তার সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

মাদুরাইতে দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে বিজয় স্পষ্ট ভাষায় জানান, টিভিকে কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং একটি আদর্শ। তিনি বিজেপিকে দলটির একমাত্র আদর্শিক শত্রু হিসেবে ঘোষণা করে বলেন, "টিভিকে কোনো রাজনৈতিক খেলা নয়; এটি কোটি মানুষের শক্তি। ২০২৬ সালের নির্বাচন হবে টিভিকে এবং ডিএমকে-র মধ্যে প্রকৃত লড়াই।"

সমাবেশে বিজয় শ্রীলঙ্কা থেকে কাচাথিভু দ্বীপ মুক্ত করার অঙ্গীকার করেন এবং তামিলনাড়ুর জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন। রাজনৈতিক প্রতিশ্রুতির পাশাপাশি তিনি ডিএমকে সরকারের তীব্র সমালোচনা করেন। চেন্নাইতে পরিচ্ছন্নতা কর্মীদের গ্রেফতার প্রসঙ্গে তিনি সোশ্যাল মিডিয়ায় সরকারের কর্মকাণ্ডকে ‘ফ্যাসিবাদী’ এবং ‘অমানবিক’ বলে আখ্যায়িত করেন।

অভিনেতা থেকে রাজনীতিবিদে রূপান্তরিত থালাপতি বিজয়ের এই অবস্থান তার জনপ্রিয়তাকে আরও বিস্তৃত করেছে। মাদুরাইয়ের সমাবেশে বিপুল জনসমাগম প্রমাণ করে, চলচ্চিত্র জগত ছাড়িয়ে রাজনীতিতেও তার প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।