ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম


ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি, ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে বেলজিয়াম। ছবি:সংগৃহীত
ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে বেলজিয়াম। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভোট জানিয়েছেন, চলতি সেপ্টেম্বর মাসের শেষ দিকে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে এই ঘোষণা দেওয়া হবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ম্যাক্সিম প্রেভোট লিখেছেন, "জাতিসংঘের সাধারণ পরিষদে বেলজিয়াম ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে এবং ইসরাইলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।"
তিনি জানান, ইসরাইলের বিরুদ্ধে মোট ১২টি কঠোর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করেছে বেলজিয়াম। এর মধ্যে রয়েছে দখলকৃত বসতি থেকে পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা এবং ইসরাইলি কোম্পানির সঙ্গে সরকারি ক্রয়নীতির পুনর্মূল্যায়ন। গাজায় চলমান ভয়াবহ মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দেন, তারাও জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। আসছে ৯ থেকে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠেয় এই অধিবেশনে বিষয়টি উত্থাপিত হবে। এর পর অস্ট্রেলিয়া, কানাডাসহ আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে কিছু দেশ জানিয়েছে, তারা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে স্বীকৃতির সিদ্ধান্ত নেবে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল পর্যন্ত বিশ্বের প্রায় ১৪৭টি দেশ, যা মোট সদস্য রাষ্ট্রের ৭৫ শতাংশের প্রতিনিধিত্ব করে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
বেলজিয়ামের এই ঘোষণা এমন সময়ে এলো যখন টানা দুই বছর ধরে গাজায় ইসরাইলি আগ্রাসনে ৬৩ হাজারেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। গত জুলাই মাসে বেলজিয়ামের প্রসিকিউটররা গাজায় সংঘটিত নৃশংসতায় জড়িত থাকার অভিযোগে দুই ইসরাইলি সেনাকে যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) অভিযুক্ত করেন।