ট্রাম্পের দাবি

পৃথিবীকে ১৫০ বার ধ্বংস করতে সক্ষম যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
৩ নভেম্বর, ২০২৫ এ ৮:৫১ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কাছে এমন পরিমাণ পারমাণবিক অস্ত্রভাণ্ডার রয়েছে, যা দিয়ে পৃথিবীকে অন্তত ১৫০ বার ধ্বংস করা সম্ভব। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, রাশিয়া ও চীনও গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে, যদিও প্রকাশ্যে তা স্বীকার করছে না।

রোববার (২ নভেম্বর) সিএবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। উপস্থাপিকা নোরা ও’ডনেলের সঙ্গে আলোচনার সময় ট্রাম্প দাবি করেন, উত্তর কোরিয়া একমাত্র দেশ নয় যারা পারমাণবিক পরীক্ষা চালায়; রাশিয়া ও চীনও একই কাজ করছে, তবে তারা এ বিষয়ে নীরব।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘রাশিয়া পরীক্ষা চালাচ্ছে, চীনও চালাচ্ছে— কিন্তু তারা এসব নিয়ে কিছু বলে না।’ তিনি আরও মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যেটি দীর্ঘদিন ধরে প্রকাশ্যে পারমাণবিক পরীক্ষা চালায় না, যা তার মতে একটি কৌশলগত দুর্বলতা।

ট্রাম্প বলেন, ‘আপনি অস্ত্র তৈরি করলেন, কিন্তু পরীক্ষা করলেন না— তাহলে কীভাবে জানবেন এটি কার্যকর কিনা?’ তিনি ইঙ্গিত দেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র আবারও পারমাণবিক পরীক্ষা চালু করতে পারে। কয়েকদিন আগেই ট্রাম্প প্রশাসন এ বিষয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছিল।

যুক্তরাষ্ট্রের অস্ত্রশক্তি নিয়ে গর্ব করে ট্রাম্প বলেন, ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক অস্ত্রভাণ্ডার আমাদের হাতে রয়েছে। রাশিয়া দ্বিতীয় স্থানে, আর চীন এখনও অনেক পিছিয়ে। তবে আগামী পাঁচ বছরের মধ্যে তারা সমতলে পৌঁছাতে পারে।’

তিনি আরও দাবি করেন, ‘আমাদের কাছে যথেষ্ট পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে, যা পৃথিবীকে ১৫০ বার ধ্বংস করতে পারে। রাশিয়া এবং চীনও দ্রুত তাদের অস্ত্রভাণ্ডার বাড়াচ্ছে।’ ট্রাম্পের এই মন্তব্য নতুন করে বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতা ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।