পশ্চিম তীরে ইসরাইলকে সহায়তাকারী ১৫৮ কোম্পানির নাম প্রকাশ


জাতিসংঘ কর্তৃক প্রকাশিত ডেটাবেজে অন্তর্ভুক্ত ১৫৮ কোম্পানির তালিকা আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।। ছবি : সংগৃহীত
অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতিতে কার্যক্রম চালানো বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের একটি হালনাগাদ ডেটাবেজ প্রকাশ করেছে জাতিসংঘ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জেনেভা থেকে প্রকাশিত এ তালিকায় এয়ারবিএনবি, বুকিং ডটকম, মটোরোলা সলিউশন্স এবং ট্রিপ অ্যাডভাইজরের মতো বহুল পরিচিত প্রতিষ্ঠানের নাম রয়েছে। খবর জানিয়েছে আল জাজিরা।
তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে মোট ১১টি দেশের ১৫৮টি প্রতিষ্ঠান। এর মধ্যে অধিকাংশই ইসরাইলভিত্তিক, আর বাকি প্রতিষ্ঠানগুলো কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেন, পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের নীতি মূলত “যুদ্ধাপরাধের শামিল।” তিনি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে মানবাধিকার লঙ্ঘনের ক্ষতিকর প্রভাব হ্রাসে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
জাতিসংঘের ভাষ্য অনুযায়ী, যেসব প্রতিষ্ঠান বসতিতে নির্মাণকাজ, নজরদারি, উচ্ছেদ কিংবা কৃষিজমি ধ্বংসের মতো কার্যক্রমে জড়িত, কেবল তাদেরই তালিকাভুক্ত করা হয়েছে। সংস্থাটি জোর দিয়ে জানায়, এ তালিকা কোনও বিচারিক বা আধা-বিচারিক প্রক্রিয়া নয়; বরং সংঘাতপূর্ণ অঞ্চলে প্রতিষ্ঠানগুলোর নৈতিক দায়িত্ববোধ তুলে ধরার প্রচেষ্টা।
উল্লেখ্য, প্রথম তালিকা প্রকাশিত হয়েছিল ২০২০ সালে। শুরু থেকেই এই উদ্যোগ ঘিরে বিতর্ক দেখা দেয়। সে সময় ইসরাইল ও যুক্তরাষ্ট্র জাতিসংঘের পদক্ষেপের তীব্র সমালোচনা করেছিল। এমনকি ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ এটিকে “একটি লজ্জাজনক আত্মসমর্পণ” বলে আখ্যায়িত করেছিলেন।