ড. ইউনূসকে মালয়েশিয়ার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান


ইউকেএম-এর সম্মান পেলেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস । ছবি : সংগৃহীত
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম)। বুধবার (১৩ আগস্ট) সকালে কুয়ালালামপুরে ইউকেএম বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক আনুষ্ঠানিক পরিবেশে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সামাজিক ব্যবসা ধারণা প্রসারে এবং বৈশ্বিক পরিসরে এ উদ্যোগকে জনপ্রিয় করে তোলার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রফেসর ইউনূসকে এই সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রফেসর ইউনূস তার বক্তব্যে সামাজিক ব্যবসার সম্ভাবনা, এর মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নের পথচলার কথা তুলে ধরেন।
দিনের শুরুতে প্রফেসর ইউনূস অনুষ্ঠানস্থলে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তাকে আন্তরিকভাবে স্বাগত জানান। তাকে সম্মান জানাতে লাল গালিচা সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় মালয়েশিয়ার উচ্চপদস্থ শিক্ষাবিদ, নীতি-নির্ধারক এবং বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। বাংলাদেশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরাও অনুষ্ঠানে যোগ দেন এবং এই আন্তর্জাতিক স্বীকৃতির মুহূর্তে অংশীদার হন।
প্রফেসর ইউনূসের এই সম্মাননা শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের জন্যও একটি গৌরবের বিষয়। সামাজিক ব্যবসার মাধ্যমে দারিদ্র্যমুক্ত ও সমৃদ্ধ সমাজ গড়ার তার দীর্ঘ প্রচেষ্টা আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে স্বীকৃত হলো এই ডক্টরেট ডিগ্রির মাধ্যমে।
এই স্বীকৃতিকে বাংলাদেশের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে দেখছেন দেশের অনেক তরুণ উদ্যোক্তা ও উন্নয়নকর্মী। তারা বিশ্বাস করেন, সামাজিক ব্যবসা মডেল আরও বিস্তৃত হলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সহজতর হবে।