জানুয়ারিতে অর্থনীতি স্থিতিশীল অবস্থায় ফিরবে


অর্থনীতির স্থিতিশীলতা ফিরছে - অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত
এক বছর আগে রাজনৈতিক অস্থিরতার মুখে শেখ হাসিনার সরকারের পতনের সময় দেশের অর্থনীতি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে গত এক বছরে অর্থনীতির সেই সংকট কিছুটা কাটিয়ে স্থিতিশীলতা ফিরে এসেছে বলে জানান তিনি। তার আশা, আগামী জানুয়ারির মধ্যে অর্থনীতি আইসিইউ থেকে বের হয়ে স্বাভাবিক ওয়ার্ডে পৌঁছাবে।
অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তি উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থ মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি তুলে ধরেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, অস্থিতিশীল অর্থনীতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। ব্যবসায়ীদের মধ্যে কয়েক মাস আগের তুলনায় উদ্বেগ ও অস্থিরতা হ্রাস পেয়েছে, যদিও বেসরকারি খাতে স্থিতিশীলতা ফেরানো এখনো একটি বড় চ্যালেঞ্জ।
বেসরকারি খাতের আস্থা পুনঃস্থাপনই এখন মূল লক্ষ্য বলে উল্লেখ করেন সালেহউদ্দিন। তিনি বলেন, এই লক্ষ্য অর্জন অনেকাংশে নির্ভর করবে পরবর্তী সরকারের গৃহীত নীতি ও পদক্ষেপের ওপর। ডিসেম্বর পর্যন্ত বর্তমান সরকার কিছু মৌলিক অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করবে, আর মধ্য ও দীর্ঘমেয়াদি সংস্কার কার্যক্রম পরবর্তী সরকারের দায়িত্ব হবে।
অর্থ উপদেষ্টা আরও জানান, সরকারের এক বছরে মূল্যস্ফীতি হ্রাস, ব্যাংক খাতে স্থিতিশীলতা, ব্যালেন্স অব পেমেন্ট নিয়ন্ত্রণ, বিনিময় হার স্বাভাবিক রাখা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি সম্ভব হয়েছে। তবে ব্যাংক খাতে এখনো নিয়ন্ত্রক সংকট বিদ্যমান, এবং কিছু ব্যাংক আমানতকারীদের টাকা সম্পূর্ণভাবে ফেরত দিতে সক্ষম হচ্ছে না।
তিনি বলেন, ব্যাংক খাত পুনর্গঠনের জন্য বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে এবং কোনো আমানতকারীর টাকা ক্ষতির মুখে পড়বে না বলে শতভাগ নিশ্চয়তা দেওয়া হচ্ছে। কয়েকটি ব্যাংক একীভূত করার প্রক্রিয়া চলছে, যদিও সব ব্যাংক এই প্রস্তাবে সম্মতি দিচ্ছে না।
সালেহউদ্দিন আহমেদ স্বীকার করেন যে এখনো অনেক সমস্যা রয়ে গেছে, তবে সঠিক পথে অগ্রগতি হচ্ছে। ভুলত্রুটি সংশোধনের জন্য সরকার প্রস্তুত এবং প্রয়োজনীয় সহযোগিতা পেলে অর্থনীতি আরও দ্রুত পুনরুদ্ধারের পথে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।