কালো তালিকায় মালয়েশিয়ায় আটক বাংলাদেশিসহ ১৫৯ জন


জেল খেটে দেশে ফিরলেন ১৫৯ অভিবাসী, মালয়েশিয়ার কালো তালিকায় ৪৮ বাংলাদেশি। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ার জোহর বাহরু কারাগারে সাজার মেয়াদ শেষ হওয়ায় বাংলাদেশিসহ মোট ১৫৯ জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদেরকে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট মেয়াদের জন্য কালো তালিকাভুক্ত করা হয়েছে।
রবিবার (৪ আগস্ট) জোহর রাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
কালো তালিকাভুক্ত এসব অভিবাসীর মধ্যে রয়েছেন—ইন্দোনেশিয়ার ৯০ জন, বাংলাদেশের ৪৮ জন, ভারতের ৭ জন, পাকিস্তানের ৫ জন, চীনের ৩ জন, নেপালের ৩ জন এবং সিঙ্গাপুর, ভিয়েতনাম ও ঘানার একজন করে।
মালয়েশিয়ার দুটি আন্তর্জাতিক বিমানবন্দর এবং একটি ফেরি টার্মিনালের মাধ্যমে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। এ প্রক্রিয়ায় তাদের নিজস্ব খরচ এবং সংশ্লিষ্ট দূতাবাসগুলোর সহযোগিতা ছিল উল্লেখযোগ্য।
পেকান নেনাস ইমিগ্রেশন বিভাগের এক কর্মকর্তা জানান, "প্রত্যেককে নির্ধারিত মেয়াদের জন্য কালো তালিকাভুক্ত করা হয়েছে, যাতে তারা নির্দিষ্ট সময়সীমার আগে মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে।