দক্ষিণে সরে যেতে গাজাবাসীকে নতুন নির্দেশ ইসরায়েলের


ছবি : সংগৃহীত
ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার গাজা নগরীর সাধারণ মানুষকে আল-রাশিদ উপকূলীয় সড়ক ধরে দক্ষিণ দিকে সরে যেতে নির্দেশ দিয়েছে। সেনারা জানিয়েছে, শিগগিরই এ এলাকায় তারা ‘প্রচণ্ড শক্তি’ নিয়ে সামরিক অভিযান পরিচালনা করবে।
এর আগে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেন, গাজার ওপর ‘ভয়াবহ ঝড়’ নেমে আসবে এবং সন্ত্রাসের টাওয়ারগুলো ভেঙে পড়বে। তিনি আরও জানান, গাজা নিয়ন্ত্রণে নিতে প্রায় ৮০ হাজার রিজার্ভ সেনা মোতায়েনের অনুমোদন দেওয়া হয়েছে।
এদিকে ফিলিস্তিনি গণমাধ্যম সূত্রে জানা যায়, ভোর থেকে চালানো ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এছাড়া আল-শাতি শরণার্থী শিবিরে একটি বাড়ি ধসে পড়ায় প্রায় ২৫ জন মানুষ নিখোঁজ রয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, চিকিৎসাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে এবং হাসপাতালগুলোকে রক্ষা না করলে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে আসবে। মানবিক সহায়তার অভাবে প্রতিদিনই হাজারো মানুষ সংকটের মুখোমুখি হচ্ছেন।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় ৬৪ হাজার ৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১ লাখ ৬৩ হাজার মানুষ। অন্যদিকে ইসরায়েলি সেনাদের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৪ জনে।
(সূত্র: শাফাক নিউজ)