গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে নিহত আরও ৫০

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
১০ সেপ্টেম্বর, ২০২৫ এ ৪:৩৩ এএম
গাজা। ছবি : সংগৃহীত

গাজা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। গত একদিনে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় আরও অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন দক্ষিণ গাজায় ত্রাণের আশায় জড়ো হওয়া সাধারণ মানুষও।

বুধবার (১০ সেপ্টেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংবাদমাধ্যমটি বলছে, কাতারের দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলি টার্গেটেড হামলায় যখন আন্তর্জাতিক মনোযোগ কেন্দ্রীভূত ছিল, তখন একই সময়ে গাজায় অব্যাহত বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা।

ফিলিস্তিনের ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণ গাজার দেইর আল-বালাহ, তালবানি ও তুফাহ অঞ্চলে আবাসিক ভবন ও মসজিদের ওপর হামলা চালানো হয়েছে। বন্দর এলাকায় বাস্তুচ্যুত পরিবারের তাঁবুতে ড্রোন হামলায় দুই বেসামরিক নিহত হন। এছাড়া গাজা সিটির উত্তর-পশ্চিমে জিদান ভবন, আল-মুখাবারাত এলাকার চারটি বাড়ি এবং ইবন তাইমিয়্যাহ মসজিদ লক্ষ্য করে হামলা চালানো হয়।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, গাজায় কোথাও নিরাপদ নয়। এমনকি ইসরায়েল ঘোষিত “মানবিক অঞ্চল” আল-মাওয়াসিও বারবার বোমাবর্ষণের শিকার হচ্ছে। বছরের শুরুতে যেখানে ১ লাখের মতো মানুষ আশ্রয় নিয়েছিল, সেখানে বর্তমানে ৮ লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ অস্থায়ী তাঁবুতে দিন কাটাচ্ছেন।

গাজার সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, মাত্র ৭২ ঘণ্টায় পাঁচটি উঁচু ভবন ধ্বংস হয়ে গেছে, যেখানে ২০০টির বেশি অ্যাপার্টমেন্ট ছিল। পাশাপাশি ৩৫০টিরও বেশি তাঁবু গুঁড়িয়ে দিয়ে অন্তত ৭ হাজার ৬০০ মানুষকে খোলা আকাশের নিচে ঠেলে দিয়েছে ইসরায়েলি হামলা।

এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে গাজায় ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে প্রায় ২০ হাজার শিশু। মানবাধিকার সংগঠনগুলো এই হত্যাযজ্ঞকে গণহত্যা বলে আখ্যায়িত করেছে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইতোমধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।