রাজবাড়ীতে বিশেষ অভিযানে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

রাজবাড়ী (জেলা) প্রতিনিধি
রাজবাড়ী (জেলা) প্রতিনিধি
১০ সেপ্টেম্বর, ২০২৫ এ ৬:২০ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজবাড়ীর পাংশা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৃথক অভিযানে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—পাংশা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ওদুদ সরদার অতুর এবং হাবাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম। স্থানীয় সূত্রে জানা যায়, ওদুদ সরদার পৌরসভার মৈশালা মৈত্রডাঙ্গী গ্রামের বাসিন্দা এবং আব্দুল আলীম চরঝিকড়ী গ্রামের অধিবাসী।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, পুলিশের চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। বুধবার প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।

অভিযানকালে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ একে আইনশৃঙ্খলা রক্ষার স্বাভাবিক উদ্যোগ বলে মন্তব্য করেছেন, আবার অনেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ বলেও দাবি করছেন।

গ্রেপ্তার হওয়া নেতারা স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। এদের একজন বর্তমানে জনপ্রতিনিধি এবং অপরজন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।