ভুলে যাওয়া রোগ ডিমেনশিয়ার প্রাথমিক লক্ষণ জানুন


ছবি : সংগৃহীত
মানুষের জীবনে কমবেশি ভুলে যাওয়ার প্রবণতা থাকে। তবে কখন এই ভুলে যাওয়া সাধারণ অভ্যাস থেকে রোগে পরিণত হয়, সেটি বোঝা জরুরি। চিকিৎসা বিজ্ঞানে এই অবস্থাকে বলা হয় ডিমেনশিয়া। এটি এমন এক মানসিক ব্যাধি, যেখানে স্মৃতিশক্তি ও মানসিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়।
ডিমেনশিয়ার কয়েকটি প্রধান লক্ষণ রয়েছে, যেগুলো স্পষ্টভাবে বোঝা গেলে সময়মতো চিকিৎসা শুরু করা সম্ভব।
স্মৃতিশক্তি হ্রাস : নিকট অতীতের ঘটনা ভুলে যাওয়া, একই প্রশ্ন বারবার করা এবং দিন-তারিখ মনে রাখতে না পারা।
দৈনন্দিন কাজে সমস্যা : পরিকল্পনা করতে না পারা বা দৈনন্দিন কাজ সম্পন্ন করতে অসুবিধা হওয়া।
ভাষা ব্যবহারে অসুবিধা : সঠিক শব্দ খুঁজে না পাওয়া বা কথা বলার সময় খেই হারিয়ে ফেলা।
স্থান ও সময় নিয়ে বিভ্রান্তি : নিজের বাড়ি বা অবস্থান সম্পর্কে অনিশ্চয়তা তৈরি হওয়া, কোন দিন বা মাস চলছে তা ভুলে যাওয়া।
ভুল সিদ্ধান্ত গ্রহণ : ভুল সিদ্ধান্ত নেওয়া এবং তা নিজের কাছে সঠিক বলে মনে করা।
হিসাব-নিকাশে ভুল : টাকা-পয়সার হিসাব রাখা বা গণনা করতে সমস্যা হওয়া।
জিনিসপত্র হারিয়ে ফেলা : মূল্যবান জিনিসপত্র লুকিয়ে রেখে কোথায় রাখা হয়েছে তা ভুলে যাওয়া।
আচরণ ও ব্যক্তিত্বে পরিবর্তন : হঠাৎ মেজাজ পরিবর্তন হওয়া। যেমন হাসিখুশি মানুষ গম্ভীর বা বদরাগী হয়ে যাওয়া।
আগ্রহ হারানো : কোনো কাজ বা শখের প্রতি উৎসাহ বা আগ্রহ না থাকা।
বিশেষজ্ঞদের মতে, এসব লক্ষণগুলোর মধ্যে এক বা একাধিক একসঙ্গে দেখা দিলে দেরি না করে একজন অভিজ্ঞ নিউরোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত। কারণ সময়মতো চিকিৎসা শুরু করলে ডিমেনশিয়ার প্রভাব অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।