বাংলাদেশের স্বাস্থ্যখাতে দুর্নীতি রোধে করণীয়

স্বাস্থ্য ডেস্ক
স্বাস্থ্য ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৫ এ ৪:৩৫ এএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাস্থ্য খাত দেশের জনস্বাস্থ্য উন্নয়নের অন্যতম প্রধান স্তম্ভ হলেও, দীর্ঘদিন ধরে এ খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে আসছে। বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যসেবা ব্যবস্থার মানোন্নয়নের জন্য এখন সবচেয়ে জরুরি বিষয় হলো জবাবদিহিতা নিশ্চিত করা ও প্রশাসনিক সংস্কার।

বিশ্লেষকদের অভিমত, ওষুধ ক্রয়, টেন্ডার প্রক্রিয়া, এবং নিয়োগে অনিয়মের কারণে একদিকে সরকারি অর্থের অপচয় হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষ মানসম্মত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। এসব সমস্যার কারণে স্বাস্থ্যখাতে জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্যখাতে প্রশাসনিক দুর্বলতা ও পর্যবেক্ষণ ঘাটতি অনিয়মের বড় কারণ। অনেক সময় দায় নির্ধারণ বা তদন্ত শেষ না হওয়ায় অপরাধীরা দণ্ডিত হয় না, ফলে দুর্নীতির চক্রটি অব্যাহত থাকে।

তবে সরকার দাবি করছে, স্বাস্থ্যখাতে সংস্কার ও স্বচ্ছতা বৃদ্ধিতে তারা ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। যেমন— ডিজিটাল টেন্ডারিং, হাসপাতাল ব্যবস্থাপনায় অটোমেশন এবং বাজেট স্বচ্ছতা বৃদ্ধি। তাছাড়া, উন্নয়ন সহযোগী সংস্থাগুলোও এখন প্রত্যক্ষভাবে প্রকল্প তদারকিতে যুক্ত হচ্ছে, যাতে অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হয়।

বিশেষজ্ঞরা মনে করেন, স্বাস্থ্যখাতে সুশাসন ফিরিয়ে আনতে হলে রাজনৈতিক সদিচ্ছা, স্বচ্ছ নিয়োগনীতি এবং জনগণের অংশগ্রহণ জরুরি। কারণ, একটি দেশের অগ্রগতি নির্ভর করে সুস্থ জনগণের ওপর, আর সুস্থ জনগণ গড়ে ওঠে একটি জবাবদিহিমূলক স্বাস্থ্যব্যবস্থার মধ্য দিয়ে।