শাহরুখ খানের ‘কিং’: সিনেমা বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা


নতুন অ্যাকশন সিনেমা ‘কিং’-এ শাহরুখ খানের অনন্য রূপে দেখা মিলবে। ছবি: সংগৃহীত
বলিউডে আবারও নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন কিং খান শাহরুখ। তার নতুন সিনেমা ‘কিং’ ঘিরে ইতোমধ্যে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। বিশাল বাজেট, আন্তর্জাতিক মানের অ্যাকশন দৃশ্য, এবং তারকাবহুল কাস্টের কারণে ছবিটিকে ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমাগুলোর একটি হিসেবে ধরা হচ্ছে।
বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে জানানো হয়েছে, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমার প্রাথমিক বাজেট ধরা হয়েছিল ১৫০ কোটি রুপি। কিন্তু গল্পের বিস্তার, জটিল ভিএফএক্স এবং একাধিক বিশাল অ্যাকশন সিকোয়েন্স যুক্ত হওয়ায় এর চূড়ান্ত বাজেট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৫০ কোটি রুপিতে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই বাজেটে এখনও সিনেমার প্রচারণা ও বিপণনের খরচ অন্তর্ভুক্ত হয়নি।
প্রথমদিকে পরিচালক সুজয় ঘোষ ‘কিং’কে একটি মাঝারি বাজেটের থ্রিলার হিসেবে পরিকল্পনা করেছিলেন। পরবর্তীতে সিদ্ধার্থ আনন্দ যুক্ত হয়ে শাহরুখের সঙ্গে গল্প ও পরিকল্পনায় ব্যাপক পরিবর্তন আনেন। তাদের লক্ষ্য ছিল এমন একটি সিনেমা নির্মাণ করা, যা ভারতীয় দর্শকদের আন্তর্জাতিক মানের অ্যাকশন অভিজ্ঞতা দেবে।
সিনেমাটিতে ছয়টি বিশাল অ্যাকশন সিকোয়েন্স অন্তর্ভুক্ত করা হয়েছে—এর মধ্যে তিনটি বাস্তব লোকেশনে এবং তিনটি বিশেষভাবে নির্মিত সেটে চিত্রায়িত হবে। শাহরুখ খানের পরিচয় দৃশ্যেই ব্যয় হচ্ছে বিপুল অর্থ, যা সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
‘কিং’ সিনেমার প্রযোজনায় রয়েছেন গৌরী খান ও মমতা আনন্দ। শাহরুখ খান নিজেও প্রযোজক হিসেবে প্রকল্পটির সঙ্গে যুক্ত আছেন। ২০২৬ সালে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে, তবে মুক্তির এক বছর আগেই বলিউডে ‘কিং’ নিয়ে উত্তেজনা তুঙ্গে। ট্রেড বিশ্লেষকরা বলছেন, এটি শাহরুখ খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রজেক্ট হতে পারে এবং মুক্তির পর ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনাও প্রবল।










