২০২৬ সালের ঈদে আসছে শাকিব খানের নতুন সিনেমা


নাম চূড়ান্ত না হওয়া নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর চিত্রনায়ক শাকিব খান (মাঝে)। ছবি: সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান চুক্তিবদ্ধ হয়েছেন নতুন একটি সিনেমায়, যেটি মুক্তি পাবে আগামী ২০২৬ সালের ঈদুল ফিতরে। সিনেমাটি নির্মাণ করবেন জনপ্রিয় নির্মাতা আবু হায়াত মাহমুদ। যদিও ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি।
জানা গেছে, গত বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে শাকিব খানের সঙ্গে সিনেমাটির জন্য চুক্তি স্বাক্ষর হয়। এরপর পরিচালক আবু হায়াত মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে খবরটি নিশ্চিত করেন।
সিনেমাটি প্রযোজনা করছে ‘ক্রিয়েটিভ ল্যান্ড’। এই প্রযোজনা সংস্থার হয়ে ছবিটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা। তার জন্য এটাই প্রথম চলচ্চিত্র প্রযোজনা হিসেবে বিবেচিত হচ্ছে।
ছবিটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, যেখানে তার সঙ্গে যুক্ত ছিলেন লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন।
তবে সিনেমার কাহিনি বা অন্যান্য বিষয় নিয়ে এখনই বিস্তারিত কিছু প্রকাশ করেননি নির্মাতা আবু হায়াত মাহমুদ। উল্লেখ্য, তিনি এর আগে প্রায় আড়াই শতাধিক নাটক, একাধিক ওটিটি কনটেন্ট, টিভিসি ও ডকুফিল্ম নির্মাণের অভিজ্ঞতা অর্জন করেছেন।
আজকের প্রথা/এআর