বাংলাদেশে প্রথমবার আসছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির


ছবি : সংগৃহীত
প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে ঢাকায় আসবেন তিনি। সফরকালে বেশ কয়েকটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন এই তারকা, যা নিয়ে ইতোমধ্যেই ভক্তদের মাঝে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।
আয়োজকদের বরাতে জানা গেছে, পাকিস্তানে দীর্ঘদিন ধরে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন হানিয়া আমির। সম্প্রতি প্রতিষ্ঠানটি বাজারে এনেছে নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা। এর প্রচারণার অংশ হিসেবেই বাংলাদেশ সফর করছেন তিনি।
টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে অভিনয়ের মাধ্যমে অল্প সময়েই দক্ষিণ এশিয়ার অন্যতম আলোচিত তারকায় পরিণত হয়েছেন হানিয়া। ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’সহ একাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করে ভক্তদের হৃদয় জয় করেছেন তিনি।
২০১৬ সালে ‘জনান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। রোমান্টিক, কমেডি থেকে শুরু করে গ্ল্যামারাস চরিত্র ও সিরিয়াস অভিনয়—সবক্ষেত্রেই তার দক্ষতা প্রশংসিত হয়েছে। সম্প্রতি ‘সর্দারজি ৩’ সিনেমার মাধ্যমে বলিউডেও অভিষেক হয়েছে তার, যেখানে নূর চরিত্রে অভিনয় করে তিনি দুই দেশেই প্রশংসিত হয়েছেন।
বাংলাদেশেও রয়েছে হানিয়ার বিপুল ভক্তসমাজ। তাদের কাছে ঢাকায় হানিয়ার উপস্থিতি নিঃসন্দেহে এক বিশেষ মুহূর্ত হয়ে উঠবে। সফরকালীন ইভেন্টগুলোর বিস্তারিত জানা যাবে সানসিল্ক বাংলাদেশের অফিশিয়াল পেজে।