মিথিলার টান কি ফের সাবেক স্বামী তাহসানের প্রতি?


তাহসান গানের বিদায় ঘোষণা করায় আলোচনায়; অন্যদিকে মিথিলা ফের ঢাকায় ফিরে সাবেক স্বামীকে ঘিরে নতুন গুঞ্জনে। ছবি : সংগৃহীত
বাংলাদেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান ও অভিনেত্রী রাফিয়াদ রশীদ মিথিলা ২০০৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। দাম্পত্য জীবনে এক কন্যাসন্তানের জন্ম হলেও ২০১৭ সালে তাদের সংসার ভেঙে যায়। বিচ্ছেদের পর মিথিলা কন্যাকে নিয়ে আলাদা হয়ে যান। পরে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করে সেখানেই নতুন সংসার গড়েন তিনি। অন্যদিকে, তাহসান দীর্ঘদিন একা থেকে চলতি বছরের শুরুতে আমেরিকা প্রবাসী রূপসজ্জাকর রোজাকে বিয়ে করেন।
তবে চলতি সপ্তাহে আবারও আলোচনায় এসেছেন তাহসান। অস্ট্রেলিয়ায় এক কনসার্টে ঘোষণা দিয়েছেন, এটি তার জীবনের শেষ কনসার্ট। অর্থাৎ গানকেও বিদায় জানাচ্ছেন তিনি। কারণ হিসেবে উল্লেখ করেছেন মেয়ের বড় হওয়ার বিষয়টি। তাহসানের এই সিদ্ধান্ত নিয়ে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
এমন সময়ে ফের আলোচনায় এসেছেন মিথিলা। সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, তাহসানের দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তকে তিনি স্বাগত জানিয়েছিলেন। গুঞ্জন উঠেছে, সৃজিত মুখার্জির সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন চলছে। ইতোমধ্যে মেয়েকে ঢাকায় এনে স্কুলে ভর্তি করিয়েছেন মিথিলা। ফলে কলকাতা ছেড়ে ফের ঢাকাতেই স্থায়ী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
বিনোদন অঙ্গনে কানাঘুষা, সৃজিতের সঙ্গে দূরত্ব বাড়লেও তাহসানের প্রতি পুরোনো আবেগে টান অনুভব করছেন মিথিলা। যদিও এসবই গুঞ্জন, তবে আলোচনার কেন্দ্রে দুজনকেই ঘিরে চলছে নানা জল্পনা।
অন্যদিকে, সম্প্রতি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন মিথিলা। ডক্টর উপাধি নিয়ে এবারই প্রথম টেলিভিশনে হাজির হচ্ছেন তিনি। পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’–এর নবম পর্বে আজ রাত ৯টায় মাছরাঙা টিভিতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। নারী ও শিশু অধিকার ইস্যুতে দীর্ঘদিন ধরে কাজ করে আসা মিথিলা বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশনালের সঙ্গেও যুক্ত আছেন।