ম্যাজিক বাউলিয়ানা-২০২৫

ধনবাড়ীর সাবিকুন নাহার শিখা সুরের ম্যাজিক দেখিয়ে জিতে নিল ম্যাজিক কার্ড

আরশেদ আলম (ভ্রাম্যমাণ) প্রতিনিধি
আরশেদ আলম (ভ্রাম্যমাণ) প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর, ২০২৫ এ ৩:১৯ এএম
সুরের ম্যাজিক দেখিয়ে সাবিকুন নাহার শিখা জিতে নিল ম্যাজিক কার্ড ছবি: সংগৃহীত

সুরের ম্যাজিক দেখিয়ে সাবিকুন নাহার শিখা জিতে নিল ম্যাজিক কার্ড ছবি: সংগৃহীত

বাংলা লোকসঙ্গীতে নতুন প্রতিভা অন্বেষণে মাছরাঙা টেলিভিশনে আবার শুরু হয়েছে সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় ‘রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫ পঞ্চম সিজন’৷

গত (২৭ সেপ্টেম্বর) ২০২৫ মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে হয়ে গেল ময়মসিংহ অডিশন ও সিলেকশন রাউন্ড ৷ টাঙ্গাইলের মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কর্মাস বিভাগের সাবেক শিক্ষার্থী সাবিকুন নাহার শিখা সুরের ম্যাজিক দেখিয়ে জিতে নিল ম্যাজিক কার্ড  ঢাকায় অডিশনে যাওয়ার সুযোগ। ধনবাড়ী কয়াপাড়া গ্রামের মো. শাহীন আলম ও মমতাজ পায়েল দম্পাতির মেয়ে সাবিকুন নাহার শিখা। শিখা ময়মনসিংহ জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে লোকসঙ্গীত নিয়ে মাটার্স  শেষ করলেন এই বছর । এর আগে  আরটিভির শো বাংলায় গায়েন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সে ৷ এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রোগ্রামে গান পরিবেশনের মাধ্যমে দর্শক-শ্রোতাদের চমকে দিয়েছেন সাবিকুন নাহার। সুরের মাধুর্য আর কণ্ঠের আবেগে তিনি অল্প সময়েই সবার মন জয় করতে সক্ষম হয়েছেন  ।

 

লোকসঙ্গীতের ঐতিহ্য ও সংস্কৃতি অটুট এবং ভবিষ্যত প্রজন্মের জন্য যথাযথ আর্কাইভ তৈরির পাশাপাশি শিল্পীদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের সঠিক মূল্যায়ন, গানের রাইটস ও রয়ালিটি যথাযথভাবে নিশ্চিত করার জন্য
যাত্রা শুরু হয়েছিলো সান ফাউন্ডেশনের। যাত্রা শুরু করার পর থেকেই সান ফাউন্ডেশন বাংলা লোকসঙ্গীতের প্রসার নিয়ে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় শুরু হলো এবারের ম্যাজিক বাউলিয়ানা ২০২৫।
এবারের পঞ্চম আসরের জন্য ২২ আগস্ট পর্যন্ত সারাদেশ থেকে ৩৮ হাজারেরও বেশি প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছেন৷
ময়মনসিংহ অডিশন রাউন্ড অনুষ্ঠানে দিনভর অসংখ্য প্রতিযোগী অংশ নেয়, তাদের বাউল গানের সুরে মেতে উঠে মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ প্রাঙ্গণ। বিচারক হিসেবে গান শুনে বিচারকার্য করেছেন কামরুজ্জামান রাব্বি, পাগলা বাবলু, লাভলী দেব, খায়রুল ওয়াসি, আয়েশা জেবিন দীপা এবং শফিউল বাদশা।
সকল প্রতিযোগীর গান-সুর, তাল-লয়, উপস্থাপন, ভঙ্গিমা ইত্যাদি বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ করে বিচারকরা অডিশন এবং সিলেকশন রাউন্ড থেকে ঢাকা আসার ম্যাজিক কার্ড প্রদান করেন ৪ জন শিল্পীকে। এভাবে সারাদেশ থেকে নির্বাচিত প্রতিযোগীরা অংশ নিবেন ঢাকায়, মেগা সিলেকশন রাউন্ডে।

ময়মনসিংহ থেকে নির্বাচিত শিল্পীরা হলেন (প্রতিযোগীদের নাম, সংক্ষিপ্ত ঠিকানা সহ)।
১/ মেহজাবিন মোবাশ্বেরা জামালপুর, ময়মনসিংহ
২/ মিঠুন তালুকদার, মোহনগঞ্জ, নেত্রকোনা
৩/ সাবিকুন নাহার শিখা ধনবাড়ী, টাঙ্গাইল
৪/ কবির তালুকদার, ভালুকা, ময়মনসিংহ

সান ফাউন্ডেশনের উদ্যোগে এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ম্যাজিক বাউলিয়ানার এই বর্ণাঢ্য আয়োজন দেখতে চোখ রাখুন মাছরাঙা টেলিভিশনের পর্দায়। ম্যাজিক বাউলিয়ানার ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার
মিডিয়াকম লিমিটেড, এবং ওয়ারড্রোব পার্টনার বিশ্বরঙ। এই আয়োজন সম্পর্কে আরও জানতে ভিজিট করুন ম্যাজিক বাউলিয়ানার ওয়েবসাইট (www.magicbauliana.com.bd) ফেসবুক পেইজ
(www.facebook.com/magic.bauliana/) অথবা ফোন করুন টোল ফ্রি নম্বরে ০৮০০০০৮৮৮০০০।