শহীদ সাগর ও রাব্বিকে স্মরণে বাঙলা কলেজের পদযাত্রা


ছবি : সংগৃহীত
জুলাই-আগস্ট অভ্যুত্থানে শাহাদাতবরণকারী সরকারি বাঙলা কলেজের দুই মেধাবী ছাত্র শহীদ সাগর ও শহীদ রাব্বির স্মরণে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিকেলে কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয় এই পদযাত্রা। 'বাঙলার আত্মত্যাগ' শিরোনামে আয়োজিত কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ এবং সরকারি বাঙলা কলেজ শাখা।
কলেজের বটতলা চত্বরে সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি মিরপুর-১০ গোলচত্বরে গিয়ে শেষ হয়, যেখানে শহীদদের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় বক্তারা শহীদ সাগর ও রাব্বির আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, এই দুই তরুণের রক্ত যেন দেশের গণতন্ত্র ও স্বাধীনতার পথকে আরও উজ্জ্বল করে। সভা থেকেই ১৯ জুলাই দিনটিকে ‘বাঙলার আত্মত্যাগ দিবস’ হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়।
আজকের প্রথা/মেহেদি-হাসান