ব্যবসায়িক কার্যক্রম সচল রাখতে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ


ছবি : সংগৃহীত
দেশের ব্যবসায়িক কর্মকাণ্ডকে গতিশীল রাখতে ঋণ বিতরণ নীতিমালায় শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকগুলো এখন থেকে অভ্যন্তরীণ ঋণ ঝুঁকি রেটিং সিস্টেম (আইসিআরআরএস) বাস্তবায়ন ছাড়াই গ্রাহকদের ঋণ বা বিনিয়োগ প্রদান করতে পারবে। তবে এক্ষেত্রে ব্যাংকগুলোকে নিজস্ব বিবেচনায় ঝুঁকি মূল্যায়ন করতে হবে এবং ব্যাংকের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বুধবার জারি করা এক সার্কুলারে বিষয়টি জানায় বাংলাদেশ ব্যাংক। সার্কুলারটি দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে এবং নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে। এর আগে ঋণ বিতরণের ক্ষেত্রে আইসিআরআরএস পদ্ধতি বাধ্যতামূলক করেছিল কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের একাধিক সূত্র জানায়, ঋণগ্রহীতাদের ঝুঁকি মূল্যায়নে বিশেষ অডিট করাতে হয়, যা সময়সাপেক্ষ এবং ব্যয়সাধ্য। অনেক উদ্যোক্তার পক্ষে এটি করা সম্ভব হয় না। সেই কারণেই বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের স্বার্থ বিবেচনায় নীতিমালায় এ শিথিলতা আনা হয়েছে।
সার্কুলারে আরও বলা হয়, ব্যাংকগুলোকে ঋণ অনুমোদনের আগে গ্রাহকের নগদ অর্থ প্রবাহ, ব্যবসার অবস্থা এবং ঝুঁকি মোকাবেলার সক্ষমতা সঠিকভাবে পর্যালোচনা করতে হবে। ঝুঁকি কমাতে পর্যাপ্ত জামানত গ্রহণ, গ্রাহকের ব্যবসার নিয়মিত তদারকি এবং পর্ষদ কর্তৃক নির্ধারিত শর্তাবলী কঠোরভাবে মেনে চলতে হবে।
ঋণ বা বিনিয়োগ অনুমোদনের আগে যে সূচকগুলোর ভিত্তিতে ঝুঁকি মূল্যায়ন করা হয়েছে, তা সুস্পষ্টভাবে মূল্যায়ন প্রতিবেদনে উল্লেখ করতে হবে। বাংলাদেশ ব্যাংক আশা করছে, এ শিথিলতার ফলে উদ্যোক্তারা সহজে ঋণ গ্রহণ করতে পারবেন এবং ব্যবসায়িক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত হবে।