হামাসের হুঁশিয়ারি

গাজা দখলের প্রচেষ্টা ইসরাইলের জন্য ভয়াবহ অভিশাপে পরিণত হবে

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
৩০ আগস্ট, ২০২৫ এ ১২:০২ পিএম
হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডসের মুখপাত্র আবু উবাইদা। ছবি: সংগৃহীত

হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডসের মুখপাত্র আবু উবাইদা। ছবি: সংগৃহীত

 

গাজা উপত্যকা দখলের প্রচেষ্টা ইসরাইলের জন্য ভয়াবহ অভিশাপে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডসের মুখপাত্র আবু উবাইদা। তিনি জানান, ফিলিস্তিনি যোদ্ধারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং গাজা দখলের যে কোনো চেষ্টা ইসরাইলকে আরও ভয়াবহ ক্ষতির মুখে ফেলবে।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে দেওয়া এক বার্তায় আবু উবাইদা বলেন, “শত্রুর অপরাধমূলক গাজা দখল পরিকল্পনা তাদের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের জন্য অভিশাপে পরিণত হবে।” তিনি আরও সতর্ক করে জানান, গাজা দখলের প্রচেষ্টা বাড়তি সামরিক হতাহত, আরও বেশি বন্দি এবং রাজনৈতিকভাবে চরম ক্ষতির কারণ হবে।

তার ভাষায়, ফিলিস্তিনি যোদ্ধারা মনোবল ও প্রস্তুতিতে অটল। তারা আগ্রাসীদের বিরুদ্ধে বীরত্ব ও সাহসিকতার নজির স্থাপন করছে এবং ইনশাআল্লাহ আগ্রাসীদের কঠিন শিক্ষা দেবে। তিনি আরও বলেন, “ইসরাইলি সেনাদের প্রাণ দিয়েই এই দখল প্রচেষ্টার মূল্য দিতে হবে এবং এতে নতুন বন্দি হওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে।”

আবু উবাইদা ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার মন্ত্রীদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনেন। তিনি দাবি করেন, ইসরাইল ইচ্ছাকৃতভাবে বন্দিদের হত্যা করছে এবং তাদের মৃতদেহ গোপন করার ষড়যন্ত্র করছে।

তিনি আরও যোগ করেন, হামাস শত্রুর বন্দিদের সংরক্ষণের চেষ্টা করবে এবং তারা যুদ্ধক্ষেত্রে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, ইসরাইলি সেনারা নিহত হলে তাদের প্রতিটি নাম, ছবি ও মৃত্যুর কারণ প্রকাশ করা হবে।