লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ

আজকের প্রথা প্রতিবেদন
আজকের প্রথা প্রতিবেদন
২৯ আগস্ট, ২০২৫ এ ১০:১৮ এএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (২৯ আগস্ট) ঢাকা মহানগর হাকিম সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ প্রদান করেন।

মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), মো. আব্দুল্লাহ আল আমিন, মঞ্জুরুল আলম, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মো. মহিউল ইসলাম ওরফে বাবু, মো. জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খান, মো. আমির হোসেন সুমন, মো. আল আমিন, মো. নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, মো. শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহাম্মদ আলী ও মো. আব্দুল্লাহীল কাইয়ুম।

আদালতে হাজির করার পর মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান আসামিদের কারাগারে আটক রাখার আবেদন জানান। আবেদনে উল্লেখ করা হয়, লতিফ সিদ্দিকী ‘মঞ্চ ৭১’-এর ব্যানারে উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করে অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এতে উপস্থিত লোকজনও প্ররোচিত হয়ে স্লোগান দেয়।

রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে আসামিদের জেলহাজতে রাখার পক্ষে মত দেয়। অপরদিকে আসামিপক্ষ জামিন আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে ‘মঞ্চ ৭১’ নামের সংগঠন আত্মপ্রকাশ করে গত ৫ আগস্ট। এরই ধারাবাহিকতায় গত ২৮ আগস্ট সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। সভার একপর্যায়ে একদল ব্যক্তি হট্টগোল শুরু করে এবং স্লোগান দিতে দিতে ভেতরে প্রবেশ করে। তারা দরজা বন্ধ করে অংশগ্রহণকারীদের অবরুদ্ধ করে রাখে এবং ব্যানার ছিঁড়ে ফেলে। পরে পুলিশ হস্তক্ষেপ করে লতিফ সিদ্দিকী ও আরও কয়েকজনকে উদ্ধার করে এবং মোট ১৬ জনকে আটক করে।

পরবর্তীতে শাহবাগ থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হলে আদালত আজ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।