ডিএসইতে এক সপ্তাহে ১০ হাজার কোটি টাকার বাজার মূলধন বৃদ্ধি

অর্থনীতি ডেস্ক
অর্থনীতি ডেস্ক
২৯ আগস্ট, ২০২৫ এ ৯:২৭ এএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেল সপ্তাহে লেনদেন ও সূচকে চাঙ্গাভাব দেখা গেছে। ২৪ থেকে ২৮ আগস্ট পর্যন্ত পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিন বাজার ঊর্ধ্বমুখী ছিল। সপ্তাহজুড়ে সবগুলো মূল্যসূচক ২ শতাংশের বেশি বেড়েছে এবং দুই-তৃতীয়াংশ সিকিউরিটিজের দর বৃদ্ধির ফলে ডিএসইর বাজার মূলধনে যোগ হয়েছে ১০ হাজার কোটি টাকারও বেশি। একইসঙ্গে গড় লেনদেন বেড়েছে ২৬ শতাংশ।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, প্রধান সূচক ডিএসইএক্স গত সপ্তাহে ১৪৩ পয়েন্ট বা ২ দশমিক ৬৬ শতাংশ বেড়ে ৫ হাজার ৫১৮ পয়েন্টে অবস্থান নিয়েছে। ডিএস ৩০ সূচক বেড়েছে ৬৮ পয়েন্ট বা ৩ দশমিক ২৩ শতাংশ এবং শরীয়াহ সূচক ডিএসইএস বেড়েছে ২৭ পয়েন্ট বা ২ দশমিক ২৮ শতাংশ। এতে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আস্থা ফিরে আসার ইঙ্গিত মিলছে।

গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৬৮টির দর বেড়েছে, ১০৫টির কমেছে এবং ২৩টির দর অপরিবর্তিত রয়েছে। দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছে ১ হাজার ১৪৫ কোটি টাকার বেশি, যা আগের সপ্তাহের তুলনায় প্রায় ২৩৮ কোটি টাকা বেশি। সপ্তাহজুড়ে মোট লেনদেন হয়েছে ৫ হাজার ৭২৯ কোটি টাকার শেয়ার ও ইউনিট।

খাতভিত্তিক লেনদেন বিশ্লেষণে দেখা যায়, ওষুধ ও রসায়ন খাতে সর্বাধিক অবদান ছিল, প্রতিদিন গড়ে ১৭১ কোটি টাকার লেনদেন হয়েছে। এরপর বস্ত্র খাতে গড়ে ১৬৬ কোটি টাকা, ব্যাংক খাতে ১০২ কোটি টাকা, প্রকৌশল খাতে ১০২ কোটি টাকা এবং সাধারণ বিমা খাতে গড়ে ৯৩ কোটি টাকা লেনদেন হয়েছে।

গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ১৭৫ কোটি টাকা বা ১ দশমিক ৪৪ শতাংশ। বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১৮ হাজার ৩৫৬ কোটি টাকায়, যা আগের সপ্তাহের ৭ লাখ ৮ হাজার ১৮১ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। প্রধান সূচক সিএএসপিআই ২ দশমিক ২১ শতাংশ এবং সিএসসিএক্স ২ দশমিক ৪৬ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে সিএসইতে মোট লেনদেন হয়েছে ১২৫ কোটি টাকার বেশি, যা আগের সপ্তাহের তুলনায় প্রায় দ্বিগুণ। এতে ২০২ কোম্পানির শেয়ারের দর বেড়েছে, ১১১টির কমেছে এবং ২০টির অপরিবর্তিত রয়েছে।