আজকের স্বর্ণের দাম ১৯ আগস্ট ২০২৫ - জানুন স্বর্ণ ও রুপার সর্বশেষ বাজারদর


স্বর্ণ। ছবি : সংগৃহীত
বাংলাদেশের বাজারে আজ মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) ভরি প্রতি স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক ঘোষিত সর্বশেষ সমন্বিত মূল্যেই বিক্রি হচ্ছে এই মহামূল্যবান ধাতু। আজকের বাজারে স্বর্ণের দামে কোনো পরিবর্তন হয়নি।
গত জুলাই মাসে একাধিকবার দাম বৃদ্ধি পেলেও পরে তা কিছুটা হ্রাস করা হয়। বিশেষ করে ২৪ জুলাই বাজুস স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা কমানোর ঘোষণা দেয়। এর পর থেকে ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা নির্ধারিত হয় এবং সেই দামেই লেনদেন চলছে।
এছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকায়, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ভরি প্রতি ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকায় লেনদেন হচ্ছে। বাজুস জানিয়েছে, নির্ধারিত দামের সঙ্গে অবশ্যই ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার মান ও নকশার ভিন্নতার কারণে মজুরিতে পার্থক্য হতে পারে।
এর আগে ২৩ জুলাই বাজুস নতুন মূল্য নির্ধারণ করেছিল। তখন ভরি প্রতি ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা। সেই সময় ২১ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়ায় ১ লাখ ৬৫ হাজার ৩০২ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম হয় ১ লাখ ৪১ হাজার ৬৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ভরি প্রতি নির্ধারণ করা হয় ১ লাখ ১৭ হাজার ২২৩ টাকা।
শুধু স্বর্ণ নয়, দেশের বাজারে রুপার দামও অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি প্রতি দাম নির্ধারিত আছে ২ হাজার ৮১১ টাকা।