ব্যাংক থেকে ৮০ ভাগ টাকা উধাও - অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ


অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ছবি- সংগৃহীত
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের ব্যাংক খাত থেকে ৮০ ভাগ টাকা চলে গেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, ব্যাংক খাত সংস্কার করতে হলে প্রয়োজন ৩৫ বিলিয়ন ডলার, যা প্রায় ৪ লাখ ২৭ হাজার কোটি টাকা। শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, "খাদের কিনার থেকে অর্থনীতি ফেরানোর চেষ্টা চলছে। ভালো প্রতিষ্ঠান প্রায় নেই বললেই চলে। গত ১৫ বছরে আইন লঙ্ঘনের পাশাপাশি সরকারি প্রক্রিয়াও ধ্বংস হয়েছে। যারা এই ধ্বংসের সঙ্গে যুক্ত, তারা এখনও রয়েই গেছে। মানুষগুলোর পরিবর্তন না হলে সংস্কার সম্ভব নয়।"
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "আগে ঘুস দিতে হতো ১ লাখ, এখন দিতে হয় ৫ লাখ টাকা। এক বড় ব্যবসায়ী আমার সামনেই এই কথা বলেছেন। দেশে কোনো সুশাসন নেই, নিয়ন্ত্রণও নেই। পুলিশেও কোনো পরিবর্তন আসেনি।"
তিনি আরও বলেন, “ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ আমাদের অর্থনীতিকে বড় ঝুঁকির মুখে ফেলতে পারে। তাই দ্রুত গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করে কাঠামোগত সংস্কারে যেতে হবে।”
বইয়ের লেখক ড. হোসেন জিল্লুর রহমান তার সভাপতির বক্তব্যে বলেন, “পরিবর্তনের দায় শুধু সরকারের নয়, এটি সর্বজনীন হতে হবে। এককভাবে সরকার এই কাজ করতে পারবে না। গণতান্ত্রিক ব্যবস্থা, সক্ষম রাষ্ট্র এবং গণতান্ত্রিক চর্চার তিনটি দিকেই এখন পরিবর্তনের প্রয়োজন রয়েছে।”
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনরা বলেন, অর্থনীতির মূল সমস্যা রাজনৈতিক অসঙ্গতি এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতা। বিচার বিভাগের স্বাধীনতা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং স্বৈরতান্ত্রিক ধারা থেকে বেরিয়ে আসার ওপর জোর দেন বক্তারা।
তারা বলেন, “ব্যাংক খাতে খেলাপি ঋণ এবং দুর্বল ব্যবস্থাপনার কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংস্কার ছাড়া উন্নয়ন সম্ভব নয়।