গৃহকর্মে নারীদের অবদান জিডিপির প্রায় ১৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৯ সেপ্টেম্বর, ২০২৫ এ ৭:৩৭ এএম
ছবি:সংগৃহীত

ছবি:সংগৃহীত

বাংলাদেশের অর্থনীতিতে অবৈতনিক গৃহকর্মের অবদান বিশাল—প্রথমবারের মতো সরকারি পরিসংখ্যানে উঠে এসেছে চমকপ্রদ এই তথ্য। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গৃহস্থালি ও যত্নমূলক কাজে নারীদের অবৈতনিক শ্রমের আর্থিক মূল্য দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৭০ হাজার কোটি টাকা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস সম্মেলন কক্ষে আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আকতার এবং ইউএন উইমেনের প্রতিনিধি গীতাঞ্জলী সিংহ।

প্রতিবেদনে জানানো হয়, রান্না, কাপড় ধোয়া, গৃহস্থালি ব্যবস্থাপনা, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের যত্ন—এসব কাজ অর্থনীতির অপরিহার্য অংশ হলেও দীর্ঘদিন ধরে তা অর্থনৈতিক সূচকের বাইরে ছিল। অথচ এসব কাজের ৮৫ শতাংশই নারীদের কাঁধে বর্তায়। বিবিএসের হিসাব অনুযায়ী, ২০২১ সালে অবৈতনিক গৃহকর্মের অবদান জিডিপির প্রায় ১৮ দশমিক ৯ শতাংশ।

ইউএন উইমেনের প্রোগ্রাম বিশ্লেষক নুবায়রা জেহিন অনুষ্ঠানে একটি ‘কেয়ার ক্যালকুলেটর’ প্রদর্শন করেন, যার মাধ্যমে প্রতিদিন নারীরা ঠিক কতটা সময় অবৈতনিক কাজের পেছনে ব্যয় করেন, তা পরিমাপ করা সম্ভব। আর বিবিএসের উপস্থাপনায় স্পষ্ট হয়—এই কাজগুলো স্বীকৃতি না পেলেও রাষ্ট্র ও সমাজের টিকে থাকার পেছনে রয়েছে নারীদের অদৃশ্য অবদান।

বিবিএসের মহাপরিচালক মো. মিজানুর রহমান বলেন, “অবৈতনিক কাজের স্বীকৃতি দেওয়া এখন সময়ের দাবি। আইন ও নীতিমালায় এ বিষয়টি যুক্ত করতে হবে এবং জাতীয় বাজেট ও উন্নয়ন কৌশলে প্রাধান্য দিতে হবে।”

বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রতিবেদন নারীদের অবদানকে দৃশ্যমান করার পাশাপাশি নীতি নির্ধারণে নতুন দিগন্ত উন্মোচন করবে।