হামজার দুর্দান্ত গোলেও লেস্টারের বিদায় কারাবাও কাপে


হামজা চৌধুরীর । ছবি : সংগৃহীত
নতুন মৌসুমের শুরুতে ইংলিশ ফুটবলের মাঠে চমক দেখানোর সুযোগ ছিল হামজা চৌধুরীর। দ্বিতীয়ার্ধের শুরুতেই তিনি করেন এক দুর্দান্ত গোল, যা লেস্টার সিটিকে এগিয়ে দেয় হাডার্সফিল্ডের বিপক্ষে কারাবাও কাপে। কিন্তু শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে ২-২ সমতায় থেকে টাইব্রেকারে ৩-২ গোলের জয়ে হাডার্সফিল্ডই পেয়ে যায় পরবর্তী রাউন্ডের টিকিট।
ম্যাচের ৫৪তম মিনিটে প্রতিপক্ষ বক্সের কোণায় বল পেয়ে বিদ্যুত গতির এক শটে জালে বল জড়ান হামজা। গোলরক্ষক চেষ্টা করেও ঠেকাতে পারেননি তার এ নিখুঁত আঘাত। মুহূর্তেই উল্লাসে মেতে ওঠে লেস্টার শিবির। তবে কিছুক্ষণ পরই সমতা ফেরে হাডার্সফিল্ড। নিজেদের ডি-বক্সে ফাউল করে বসেন হামজা, ফলে পেনাল্টি পায় প্রতিপক্ষ। নির্ভুল শটে গোল করে হাডার্সফিল্ড ম্যাচে ফিরিয়ে আনে উত্তেজনা। পরবর্তীতে লেস্টার আবারও লিড নিলেও তা ধরে রাখতে ব্যর্থ হয়। নির্ধারিত সময় শেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে হামজা শট নেননি। তবে দলের অন্য খেলোয়াড়দের ব্যর্থতায় শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হার মানতে হয় তাদের।
হাডার্সফিল্ড একটি পেনাল্টি মিস করলেও বাকি তিনটি সফলভাবে জালে জড়ায়। অন্যদিকে লেস্টারের হয়ে মাত্র দুইটি শট সফল হয়। ফলে ম্যাচের শেষ বাঁশি বাজতেই হারের তিক্ততা নিয়ে মাঠ ছাড়েন হামজা ও তার সতীর্থরা।