শিক্ষাসফর নয় - অস্ট্রেলিয়ায় শিরোপা জয়ের মিশনে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৭ আগস্ট, ২০২৫ এ ৩:৩০ এএম
অস্ট্রেলিয়ায় শিরোপা জয়ের মিশনে বাংলাদেশ ‘এ’ দল । ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ায় শিরোপা জয়ের মিশনে বাংলাদেশ ‘এ’ দল । ছবি : সংগৃহীত

ডারউইনে অনুষ্ঠিতব্য ‘টপ অ্যান্ড টি-২০’ টুর্নামেন্টে অংশ নিতে দুই ধাপে আজ ও আগামীকাল অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ ‘এ’ দল। এটি অস্ট্রেলিয়ার মূল ক্রিকেট মৌসুমের বাইরের একটি প্রতিযোগিতা, যার আয়োজন চলছে গত তিন বছর ধরে। গত আসরে বাংলাদেশ রানার্সআপ হয়েছিল, ফাইনালে হেরেছিল অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে।

মিরপুরে সংবাদ সম্মেলনে সোহান বলেন, "আমি শেখার প্রক্রিয়ায় বিশ্বাস করি না। কারণ আমরা প্রতিনিয়ত শিখছি, সেটাই জীবনের অংশ। এবার টুর্নামেন্টে খেলতে যাচ্ছি এবং আমাদের লক্ষ্য ট্রফি জয়। টিম ম্যানেজমেন্টসহ সবাই চায় আমরা ফাইনালে উঠি এবং শিরোপা জিতি।"

এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে অস্ট্রেলিয়ার চারটি দল, পাকিস্তান ‘এ’ দল ও নেপালের জাতীয় দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্টে ভালো করার মাধ্যমে নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। জাতীয় দলে ফেরার প্রসঙ্গেও কথা বলেন নুরুল হাসান। দীর্ঘদিন ধরে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করলেও জাতীয় দলে তার নিয়মিত জায়গা হয়নি। সোহান বলেন, "জাতীয় দলে সুযোগ পাওয়া আমার হাতে নেই। আমি প্রতিটি ম্যাচে ভালো করার চেষ্টা করি। অবশ্যই বাংলাদেশের হয়ে খেলা গর্বের বিষয় এবং সে স্বপ্ন এখনও দেখি। সুযোগ পেলে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।"

অস্ট্রেলিয়া সফরে ভালো করলে এশিয়া কাপের মূল দলে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে সোহানের। তিনি এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজের প্রাথমিক দলে রয়েছেন। সফরে ‘এ’ দলের প্রথম ম্যাচ ১৪ আগস্ট পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে। এরপর ১৬ আগস্ট নেপাল, ১৭ আগস্ট পার্থ স্কর্চার্স, ১৯ আগস্ট নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, ২১ আগস্ট মেলবোর্ন স্টার্স এবং ২৩ আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট শেষে সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। সফরে একটি চারদিনের ম্যাচও খেলবে বাংলাদেশ ‘এ’ দল।