লা লিগায় দুর্দান্ত জয় বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২৫ এ ৪:৫০ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় গেতাফের বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বার্সেলোনা। বৃষ্টির কারণে ম্যাচ শুরুর আগে তৈরি হয়েছিল অনিশ্চয়তা, তবে খেলা নির্ধারিত সময়েই শুরু হয় এবং সেই ম্যাচে ঝলমলে পারফরম্যান্স উপহার দেন ফেরান তোরেস। তিনি জোড়া গোল করে শুধু জয় নিশ্চিতই করেননি, বরং নিয়মিত একাদশে জায়গা পাওয়ার জন্যও শক্ত দাবি জানালেন।

সোমবার বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি শুরু হয়। শুরু থেকেই ছন্দময় ছিল হান্সি ফ্লিকের দল। মৌসুমের শুরুর কয়েক ম্যাচে কিছুটা ব্যর্থ থাকলেও সাম্প্রতিক ম্যাচগুলোতে নিজেদের পরিচিত ছন্দে ফেরে বার্সা। প্রতিপক্ষকে চাপে ফেলা, বল দখল রাখা আর ধারাবাহিক আক্রমণই যেন ফিরিয়ে আনে পুরনো দিনের বার্সাকে।

প্রথমার্ধেই ফেরান গোল করে আলো ছড়ান। দুটি গোল ছাড়াও তার একটি শট পোস্টে লেগে ফিরে আসে। শুধু গোল নয়, প্রতিপক্ষকে চাপে রাখা, বল দখলে রাখা এবং আক্রমণ সাজাতেও ছিলেন কার্যকর। তার সঙ্গে তাল মিলিয়ে খেলেন দানি ওলমো। শুরুর একাদশে ফেরার পর প্রথম গোলের সময় ফেরানকে অসাধারণ ব্যাকহিল পাস দেন তিনি। পরে নিজেই তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন।

মাঝমাঠে পেদ্রির নিয়ন্ত্রণ ছিল চোখে পড়ার মতো। তার নিখুঁত পাস বারবার গেতাফের ডিফেন্স ভেদ করে সুযোগ তৈরি করে। অন্যদিকে কুন্দে রক্ষণে দৃঢ়তা দেখিয়ে দলকে বিপদমুক্ত রাখেন। দ্বিতীয়ার্ধে গেতাফে কিছুটা আক্রমণ সাজালেও শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বার্সেলোনার দখলে।

শেষ মুহূর্তে ওলমোর গোল ব্যবধান আরও বাড়িয়ে দেয়। এতে লিগে আত্মবিশ্বাস ফিরে পেল বার্সেলোনা। ফেরান তোরেস ও দানি ওলমোর এই নৈপুণ্যে দলের ভবিষ্যৎ ম্যাচগুলোতে আরও দাপটের প্রত্যাশা করছে সমর্থকরা।