৬৯ বছরের ইতিহাসে বার্সেলোনায় রেকর্ড গড়লেন ফেরমিন লোপেজ


ফেরমিন লোপেজ চ্যাম্পিয়নস লিগে বার্সার হয়ে ঐতিহাসিক হ্যাটট্রিক উদযাপন করছেন। ছবি: সংগৃহীত
চোটে জর্জরিত বার্সেলোনার দলে নায়ক হয়ে উঠলেন ফেরমিন লোপেজ। চ্যাম্পিয়নস লিগের তৃতীয় ম্যাচে অলিম্পিয়াকোসের বিপক্ষে তিনি করেন দুর্দান্ত হ্যাটট্রিক, যা লামিন ইয়ামালকেও ছাপিয়ে যায়। চ্যাম্পিয়নস লিগের ৬৯ বছরের ইতিহাসে বার্সেলোনার হয়ে কোনো স্প্যানিশ খেলোয়াড় প্রথমবার হ্যাটট্রিক করার নজির স্থাপন হলো।
রাফিনিয়া ও রবার্ট লেভানদোভস্কি ইনজুরিতে বাইরে থাকায় কোচ হানসি ফ্লিক আস্থা রাখেন লোপেজ ও ১৭ বছর বয়সী দ্রো ফের্নান্দেজের ওপর। তারা লামিন ইয়ামাল ও মার্কাস র্যাশফোর্ডের সঙ্গে আক্রমণভাগে নামেন। ঝুঁকিপূর্ণ এই সিদ্ধান্ত কার্যকর হয়, লোপেজের হ্যাটট্রিকের সাহায্যে বার্সেলোনা অলিম্পিক স্টেডিয়ামে ৬–১ ব্যবধানে জয় লাভ করে।
এই হ্যাটট্রিকের মাধ্যমে লোপেজ ইতিহাস রচনা করেন। এর আগে লুইস এনরিকে ইউরোপীয় ম্যাচে তিন গোল করেছিলেন, তবে তা ছিল ইউরোপা লিগে (সাবেক ইউইএফএ কাপ), তাই লোপেজের অর্জন একেবারেই আলাদা।
বার্সেলোনার হয়ে লুইস সুয়ারেজ, ডেভিড ভিয়া, জাভি হার্নান্দেজ ও আন্দ্রেস ইনিয়েস্তা খেললেও চ্যাম্পিয়নস লিগে কেউ হ্যাটট্রিক করতে পারেননি। ফেরমিন লোপেজ তা শেষ রাতে করেছেন।
ম্যাচের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে লোপেজ বলেন, “বার্সার হয়ে আমার প্রথম হ্যাটট্রিক এক স্বপ্নের মতো। আরও কঠোর পরিশ্রম করতে হবে। সতীর্থদের ধন্যবাদ, তাদেরও অবদান আছে।”
এদিকে ১৮ বছর বয়সী ইয়ামাল এখনও বার্সার হয়ে প্রথম হ্যাটট্রিকের অপেক্ষায় আছেন। ক্লাবের হয়ে ১১৩ ম্যাচে তার গোল ২৮টি, অ্যাসিস্ট ৪০টি। তিনি দু’বার এক ম্যাচে দুই গোল করেছেন—২০২৪ সালের ফেব্রুয়ারিতে গ্রানাদা এবং সেপ্টেম্বরে জিরোনার বিপক্ষে। তবে তিন গোলের রাত এখনও আসেনি।








