দীর্ঘ ছয় বছর পর পাকিস্তানের বিপক্ষে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট, ২০২৫ এ ৪:৪১ এএম
পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ। ছবি: গ্রাফিক্স

পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ। ছবি: গ্রাফিক্স

টি-টোয়েন্টিতে জয়ের স্বাদ পাওয়ার পর একদিনের ক্রিকেটেও পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ দিনের জয়খরা ভাঙল ওয়েস্ট ইন্ডিজ। রবিবার রাতে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ডি/এল পদ্ধতিতে সালমান আঘা ও হাসান আলীর দলকে ৫ উইকেটে পরাজিত করে শাই হোপের নেতৃত্বাধীন ক্যারিবীয়রা। ২০১৯ সালের পর এটাই প্রথমবার পাকিস্তানকে হারাল তারা। এর আগে চলতি বছরই টি-টোয়েন্টি সিরিজে আট বছরের জয়খরা ভেঙেছিল ওয়েস্ট ইন্ডিজ।

২০১৯ বিশ্বকাপে নটিংহামে ৭ উইকেটে জয়ের পর ওয়ানডেতে টানা চারবার পাকিস্তানের বিপক্ষে হেরেছিল ক্যারিবীয়রা। চলতি সিরিজের প্রথম ম্যাচেও পাকিস্তান জিতেছিল ৫ উইকেটে। তবে দ্বিতীয় ম্যাচ জিতে তিন ম্যাচ সিরিজে সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে দুই দলই একটি করে ম্যাচ জিতেছে।

বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ৩৫ ওভারে ৭ উইকেটে সংগ্রহ করে ১৭১ রান। জবাবে ডি/এল পদ্ধতিতে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৮১ রান। রান তাড়ায় নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও রোস্টন চেজ ও শেরফান রাদারফোর্ডের ব্যাটে ১০ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শুরুটা ছিল হতাশাজনক। মাত্র ১২ রানে ওপেনার ব্রেন্ডন কিং ও এভিন লুইসকে বিদায় করে দেন হাসান আলী। তৃতীয় ব্যাটার কেসি কার্টিও আউট হন ৪৮ রানের মাথায়। এরপর অধিনায়ক শাই হোপ ও রাদারফোর্ড মিলে ৫৪ রানের জুটি গড়েন। তবে হোপ ৩২ রানে এবং রাদারফোর্ড ৪৫ রানে আউট হলে দলীয় সংগ্রহ দাঁড়ায় ১০৭/৫।

শেষ দিকে চেজ ও গ্রিভস দায়িত্ব নেন। ষষ্ঠ উইকেটে ৭২ রানের অপরাজিত জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তারা। চেজ ৪৭ বলে ৪৯ রান ও গ্রিভস ৩১ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। বল হাতে চেজ নেন একটি উইকেট, যা তাকে ম্যাচসেরার স্বীকৃতি এনে দেয়।

পাকিস্তানের পক্ষে হাসান নাওয়াজ সর্বোচ্চ ৩৬* রান করেন। হুসাইন তালাত ৩১ রান যোগ করেন। ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলস ২৩ রানে ৩ উইকেট নেন। শেষ পর্যন্ত ডি/এল পদ্ধতিতে ৫ উইকেটে জিতে দীর্ঘ ছয় বছরের অপেক্ষা ঘোচায় ওয়েস্ট ইন্ডিজ।