৪০০ মিলিয়ন সাবস্ক্রাইবারে ইতিহাস গড়লেন মিস্টার বিস্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩ আগস্ট, ২০২৫ এ ১০:১১ এএম
ইউটিউবে ৪০০ মিলিয়ন সাবস্ক্রাইবার পেয়ে মিস্টার বিস্ট ইতিহাস গড়লেন। ইউটিউব দিল বিশেষ প্লে বাটন। ছবি : সংগৃহীত

ইউটিউবে ৪০০ মিলিয়ন সাবস্ক্রাইবার পেয়ে মিস্টার বিস্ট ইতিহাস গড়লেন। ইউটিউব দিল বিশেষ প্লে বাটন। ছবি : সংগৃহীত

ইউটিউবে নতুন ইতিহাস গড়লেন মিস্টার বিস্ট। বিশ্বের প্রথম একক কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ৪০০ মিলিয়ন (৪০ কোটি) সাবস্ক্রাইবার অতিক্রম করেছেন তিনি। এই অর্জনের স্বীকৃতিস্বরূপ ইউটিউব তাঁকে একটি বিশেষ প্লে বাটন ট্রফি প্রদান করেছে।

রোববার, ১ জুন ২০২৫ তারিখে এই মাইলফলক অর্জন করেন মিস্টার বিস্ট। ইউটিউবের সিইও নীল মোহান নিজ হাতে তাঁর কাছে এই বিশেষ পুরস্কার হস্তান্তর করেন। এই প্লে বাটনটি প্রচলিত পুরস্কারগুলোর চেয়ে আলাদা, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি নীল রত্ন।

সাবস্ক্রাইবার সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের টি-সিরিজ (৩০০ মিলিয়ন) এবং তৃতীয় স্থানে রয়েছে শিশুতোষ চ্যানেল কোকোমেলন (১৯৬ মিলিয়ন)।

অর্জনের পর মিস্টার বিস্ট তাঁর সামাজিক মাধ্যমে লিখেছেন, "এক দশক আগে সবাই বলত আমি সফল হব না। কিন্তু ইউটিউব আর কনটেন্ট বানানোর প্রতি আমার ভালোবাসা আমাকে এখানে নিয়ে এসেছে।"

ভক্তরা তাঁর সাফল্য উদযাপন করলেও নতুন ট্রফির ডিজাইন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ বলেছেন এটি আগের পুরস্কারের সামান্য পরিবর্তন, আবার কেউ বলছেন নীল পাথরটি মূল্যবান রত্ন দিয়ে তৈরি।

শুধু ইউটিউবার নন, মিস্টার বিস্ট একজন সফল উদ্যোক্তাও। Celebrity Net Worth অনুযায়ী তাঁর সম্পদের পরিমাণ প্রায় ১ বিলিয়ন ডলার, যা তাঁকে বিশ্বের অষ্টম এবং ৩০ বছরের নিচে একমাত্র বিলিয়নিয়ার বানিয়েছে।

তাঁর প্রতিষ্ঠান বিস্ট ইন্ডাস্ট্রিজ ২০২৪ সালে ৪৭৩ মিলিয়ন ডলার আয় করেছে এবং এ বছর আয় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউটিউব কনটেন্ট ছাড়াও তিনি ফুড চেইন, গেমিং, মার্চেন্ডাইজ এবং স্টার্টআপে বিনিয়োগ করছেন।