এসির গোপন ইকো মোডে বিদ্যুৎ বিল হবে অর্ধেক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ আগস্ট, ২০২৫ এ ৬:১৪ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গরমের কষ্ট কমাতে এসি চালানো এখন অনেকের জীবনের অপরিহার্য অংশ। কিন্তু মাস শেষে বিদ্যুৎ বিল দেখে অনেকেই অবাক হয়ে যান। আশার কথা হচ্ছে, এসির রিমোটেই এমন একটি ‘গোপন’ মোড আছে, যা ব্যবহার করলে ঘর শীতল থাকবে এবং বিদ্যুৎ খরচও অর্ধেকে নামবে।

বিশেষজ্ঞরা পরামর্শ দেন, এসির তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা উচিত। এই অবস্থায় ঘর আরামদায়ক ঠান্ডা থাকবে এবং অতিরিক্ত বিদ্যুৎ খরচও হবে না। আর এই তাপমাত্রার সঙ্গে ফ্যান চালালে বাতাস ঘরজুড়ে সমানভাবে ছড়িয়ে পড়বে, যা এসির উপর চাপ কমাবে। এসির এয়ার ফিল্টার নিয়মিত পরিষ্কার করা জরুরি। ধুলাবালি জমে গেলে এসির কাজের গতি কমে যায়, ফলে বেশি সময় চালাতে হয়, যা বিদ্যুৎ বিল বাড়ায়। তাই ১০ থেকে ১৫ দিন অন্তর ফিল্টার পরিষ্কার রাখুন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এসির রিমোটের ‘Eco Mode’ বা ‘Econavi’ নামে একটি গোপন সুইচ। অনেকেই এই সুইচটি সম্পর্কে জানেন না বা ব্যবহার করেন না। একবার এই মোড চালু করলে এসি অনেক কম বিদ্যুৎ খরচ করে। এতে মাসিক বিদ্যুৎ বিলের পার্থক্য স্পষ্ট দেখা যাবে।

আরো একটি বিষয় হলো, ঘরে সরাসরি সূর্যালোক পড়লে এসি বেশি সময় চালাতে হয়। তাই জানালায় পর্দা ব্যবহার করে রোদ আটকালে এসির কাজ কমে যাবে এবং বিদ্যুৎ সাশ্রয় হবে। এসি চালানোর সঙ্গে ফ্যান ব্যবহার করলে ঠান্ডা বাতাস আরও ভালোভাবে ছড়িয়ে পড়ে, ফলে এসি কম সময় চালানো যায়।

এই সহজ কিছু টিপস মেনে চললে গরমেও ঘর ঠান্ডা থাকবে এবং বিদ্যুৎ বিল অর্ধেকে নামানো সম্ভব।