এআই বাজারে প্রতিযোগিতা বাড়াতে মিডজার্নির এআই প্রযুক্তি নেবে মেটা


ছবি:সংগৃহীত।
সামাজিক যোগাযোগমাধ্যমের জায়ান্ট প্রতিষ্ঠান মেটা জেনারেটিভ এআই ল্যাব মিডজার্নির সঙ্গে নতুন এক চুক্তি করেছে। এই অংশীদারিত্বের ফলে মিডজার্নির “অ্যাস্থেটিক টেকনোলজি” এখন ব্যবহার করা হবে মেটার ভবিষ্যতের এআই মডেল ও বিভিন্ন পণ্যে।
মেটার প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা কর্মকর্তা আলেক্সান্ডার ওয়াং জানিয়েছেন, উভয় প্রতিষ্ঠানের গবেষণা দল যৌথভাবে কাজ করবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি লিখেছেন, “আমরা মিডজার্নির প্রযুক্তি নিয়ে ভীষণ মুগ্ধ। সেরা পণ্য তৈরি করতে আমরা সেরা প্রতিভা, শক্তিশালী কম্পিউটার রোডম্যাপ এবং শীর্ষ শিল্প অংশীদারদের সঙ্গে কাজ করছি।”
বর্তমানে এআই প্রযুক্তির বাজারে প্রতিযোগিতা তীব্র আকার ধারণ করেছে। ওপেনএআই-এর চ্যাটজিপিটি এবং গুগলের প্রযুক্তি মেটার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তাই নিজেদের পণ্যে ভিজ্যুয়াল মান উন্নত ও ভিন্নতা আনতেই মেটা এই কৌশলগত চুক্তি করেছে।
এই প্রযুক্তি যুক্ত হলে মেটা তাদের প্ল্যাটফর্মে নতুন ফিচার চালু করতে পারবে। কনটেন্ট তৈরির খরচ কমবে, বিজ্ঞাপন হবে আরও আকর্ষণীয় এবং ব্যবহারকারীর সম্পৃক্ততাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
সম্প্রতি মেটা তাদের এআই কার্যক্রম নতুনভাবে সাজিয়েছে। এখন সব কার্যক্রম পরিচালিত হচ্ছে Superintelligence Labs-এর অধীনে। তবে তাদের সর্বশেষ ওপেন–সোর্স মডেল লামা ৪ প্রত্যাশিত সাড়া পায়নি। একই সঙ্গে কয়েকজন শীর্ষ কর্মকর্তা প্রতিষ্ঠান ছেড়েছেন। তাই মিডজার্নির সঙ্গে অংশীদারিত্ব মেটার জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, মেটা ও মিডজার্নির এই চুক্তি শুধু একটি প্রযুক্তিগত পদক্ষেপ নয়, বরং এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিজ্যুয়াল কনটেন্ট তৈরির ভবিষ্যৎকে আমূল পরিবর্তন করে দিতে পারে।