শিক্ষামূলক কনটেন্টে নতুন যুগের সূচনা করল টিকটক


ঢাকায় আনুষ্ঠানিকভাবে টিকটকের নতুন স্টেম ফিড উদ্বোধন অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি : সংগৃহীত
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের নতুন ফিচার ‘স্টেম ফিড’। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত—এই চার বিষয়ের (STEM) ওপর ভিত্তি করে তৈরি শিক্ষামূলক কনটেন্ট এখন আলাদাভাবে দেখা যাবে এই ফিডে।
সোমবার (৬ অক্টোবর) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ফিচারটির উদ্বোধন ঘোষণা করেন টিকটক ও সরকারের প্রতিনিধিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এসময় উপস্থিত ছিলেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষাবিদ এবং টিকটকের প্রতিনিধিবৃন্দ।
বক্তারা জানান, স্টেম ফিডের মাধ্যমে শিক্ষার্থীরা নির্ভরযোগ্য ও মানসম্মত শিক্ষামূলক কনটেন্ট পাবে, যা শহর-গ্রাম ও সুবিধাবঞ্চিত এলাকার শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল শিক্ষা বিস্তারে সহায়তা করবে। এ উদ্যোগের অংশ হিসেবে টিকটক চালু করেছে #STEMTok নামের বিশেষ হ্যাশট্যাগ, যার মাধ্যমে স্থানীয় ভাষায় কনটেন্ট তৈরি করা যাবে।
অনুষ্ঠানে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “বাংলাদেশের তরুণরা কৌতূহলী ও সৃজনশীল। তাদের সৃজনশীলতাকে নিরাপদ ও ফলপ্রসূ মাধ্যমে যুক্ত করতে পারলে দেশের উদ্ভাবনী শক্তি বৃদ্ধি পাবে। টিকটকের স্টেম ফিড সেই প্রচেষ্টারই অংশ, যা শিক্ষাকে আরও আকর্ষণীয় ও উপভোগ্য করে তুলবে।”
টিকটকের দক্ষিণ এশিয়ার পাবলিক পলিসি বিভাগের প্রধান ফেরদৌস মোত্তাকিন বলেন, “স্টেম ফিড তরুণ প্রজন্মের শিক্ষাকে আরও সহজ, নিরাপদ ও অনুপ্রেরণাদায়ক করবে। আমরা অভিভাবক, শিক্ষক ও নীতিনির্ধারকদের সঙ্গে কাজ করে তরুণদের ডিজিটাল অন্তর্ভুক্তি ও ক্ষমতায়ন নিশ্চিত করতে চাই।”
উল্লেখ্য, ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে টিকটক ইতিমধ্যে ‘ফ্যামিলি পেয়ারিং’, ‘টাইম-এওয়ে শিডিউল’ এবং ‘টিন নেটওয়ার্ক ভিসিবিলিটি’র মতো ফিচার চালু করেছে। নতুন স্টেম ফিড-এর মাধ্যমে শিক্ষামূলক ও বয়স-উপযোগী কনটেন্ট আরও সহজে পাওয়া যাবে, যা দেশের ডিজিটাল শিক্ষার যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে টিকটক জানিয়েছে।