হাদিসের আলোকে ইসলামে পরিবারকে সময় দেওয়ার গুরুত্ব

ধর্ম ডেষ্ক
ধর্ম ডেষ্ক
৩০ ডিসেম্বর, ২০২৫ এ ৪:৪০ পিএম
পরিবারের প্রতি উত্তম আচরণ ও সম্পর্ক রক্ষার গুরুত্ব হাদিসের আলোকে। ছবি: সংগৃহীত

পরিবারের প্রতি উত্তম আচরণ ও সম্পর্ক রক্ষার গুরুত্ব হাদিসের আলোকে। ছবি: সংগৃহীত

ইবাদত, দান বা বাহ্যিক আমলের পাশাপাশি পরিবারের প্রতি উত্তম আচরণই প্রকৃত তাকওয়ার পরিচয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ، وَأَنَا خَيْرُكُمْ لِأَهْلِي

“তোমাদের মধ্যে উত্তম সে ব্যক্তি, যে তার পরিবারের কাছে উত্তম। আর আমি আমার পরিবারের কাছে তোমাদের সবার চেয়ে উত্তম।” (আত-তিরমিজি ৩৮৯৫)

পরিবার হলো সেই জায়গা, যেখানে মানুষ ভেঙে পড়লেও আশ্রয় পায়, ভুল করলেও ক্ষমা পায়। ইসলামে বাবা-মায়ের সম্মান, সন্তানদের যত্ন এবং আত্মীয়তার বন্ধন রক্ষা করা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নির্দেশিত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

مَنْ أَحَبَّ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ وَيُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ فَلْيَصِلْ رَحِمَهُ

“যে ব্যক্তি চায় তার রিজিক বাড়ুক এবং তার আয়ু দীর্ঘ হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।” (বুখারি ৫৫৬০, মুসলিম ৬২৯৩)

পরিবার সমাজের মূল ভিত্তি। এটি কেবল সামাজিক বাস্তবতা নয়, বরং কুরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত এক অনস্বীকার্য সত্য। একটি সুস্থ পরিবার গড়ে উঠলে গড়ে ওঠে একটি সুস্থ সমাজ, এবং সেখান থেকেই জন্ম নেয় আল্লাহভীরু ও মানবিক প্রজন্ম।

আজ প্রয়োজন পরিবারকে সময় দেওয়া, ভালোবাসা প্রদর্শন করা, এবং দ্বীনি শিক্ষায় আলোকিত করা। কারণ পরিবার ভেঙে গেলে সমাজ ভেঙে পড়ে, আর পরিবার শক্ত হলে উম্মাহও শক্ত হয়। আল্লাহ তাআলা আমাদের পরিবারগুলোকে ভালোবাসা, রহমত ও ইমানের আলোয় ভরিয়ে দিন। আমিন।