উপস্থিত বিপদ থেকে মুক্তির দোয়া


ছবি : সংগৃহীত
মানুষের জীবন বিপদ-আপদ, দুঃখ-কষ্ট ও নানা পরীক্ষার মধ্য দিয়েই গড়ে ওঠে। আল্লাহ তায়ালা যেমন সুখ দেন, তেমনি বিপদের মাধ্যমেও বান্দাকে পরীক্ষা করেন। এই পরীক্ষার মধ্য দিয়েই তিনি বান্দাকে তাঁর দিকে ফিরিয়ে আনতে চান। মুমিনরা এমন পরিস্থিতিতে সর্বদা আল্লাহর ওপর ভরসা করে এবং আরও বেশি করে দোয়া করে। বিপদ আসলে মুমিনের জন্য তা আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করার একটি বড় সুযোগ।
বিপদাপদে পড়লে তাৎক্ষণিকভাবে মুক্তির জন্য কিছু দোয়া পড়া যেতে পারে। এসব দোয়া আল্লাহর রহমত ও অনুগ্রহ কামনার মাধ্যম। নিচে কুরআন-হাদিসে বর্ণিত কয়েকটি দোয়া তুলে ধরা হলো—
لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ السَّمَوَاتِ، وَرَبُّ الْأَرْضِ، وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ
উচ্চারণ: লা ইলা-হা ইল্লাল্লা-হুল আযীমুল হালীম, লা ইলা-হা ইল্লাল্লাহু রাব্দুল আরশিল আযীম, লা ইলা-হা ইল্লাল্লাহু রাব্দুস সামাওয়াতি অরাব্বুল আরয্বি অ রাব্বুল আরশিল কারীম।
অর্থ: আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই; তিনি সুমহান ও সহিষ্ণু। আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই; তিনি সুবৃহৎ আরশের প্রতিপালক। আল্লাহ ছাড়া কোন আরাধ্য নেই; তিনি আসমান, জমিন ও সম্মানিত আরশের অধিপতি। (বুখারি, হাদিস : ১৫৪)
اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو فَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ
উচ্চারণ: আল্লা-হুম্মা রাহমাতাকা আরজু ফালা আকিলনী ইলা নাফসী ত্বরফাতা আইন, অ আসলিহ লী শা’নী কুল্লাহ, লা ইলা-হা ইল্লা আন্ত।
অর্থ: হে আল্লাহ! আমি শুধু তোমার রহমতেরই আশা রাখি। আমাকে এক পলকের জন্যও নিজের ওপর ছেড়ে দিয়ো না। আমার সব অবস্থা ঠিক করে দাও। তুমি ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই।
لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
উচ্চারণ: লা-ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুংতু মিনাজ্জালিমীন।
অর্থ: তুমি ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই, তুমি পবিত্র। নিশ্চয়ই আমি সীমালঙ্ঘনকারী। (তিরমিজি, হাদিস : ১৬৮)
الله الله رَبِّي لَا أشرك بِهِ شَيْئا
উচ্চারণ: আল্লা-হু আল্লা-হু রাব্বী লা উশরিকু বিহী শাই।
অর্থ: আল্লাহ, আল্লাহ আমার প্রভু। তাঁর সঙ্গে আমি কাউকে শরীক করি না। (সহিহ ইবনে মাজাহ, হাদিস : ৩৩৫)
যেকোনো বিপদে এসব দোয়া পাঠ করা মুমিনের ঈমানকে দৃঢ় করে এবং আল্লাহর রহমত লাভের পথ প্রশস্ত করে।