আল-আজহারের প্রখ্যাত হাদিস বিশারদ ড. আহমদ ওমর হাশেম ইন্তেকাল করেছেন

ধর্ম ডেষ্ক
ধর্ম ডেষ্ক
৭ অক্টোবর, ২০২৫ এ ৭:১০ এএম
আল-আজহার বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা হাদিস বিশারদ ও ইসলামী চিন্তাবিদ ড. আহমদ ওমর হাশেমের জানাজা আল-আজহার মসজিদে অনুষ্ঠিত হচ্ছে। ছবি: সংগৃহীত

আল-আজহার বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা হাদিস বিশারদ ও ইসলামী চিন্তাবিদ ড. আহমদ ওমর হাশেমের জানাজা আল-আজহার মসজিদে অনুষ্ঠিত হচ্ছে। ছবি: সংগৃহীত

বিশ্ব ইসলামী জ্ঞানচর্চার আকাশ থেকে খসে পড়েছে এক উজ্জ্বল নক্ষত্র। আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উসূলুদ্দিন অনুষদের প্রখ্যাত অধ্যাপক, হাদিস বিভাগের বিশিষ্ট পণ্ডিত এবং সিনিয়র স্কলারস কাউন্সিলের সদস্য ড. আহমদ ওমর হাশেম (রহ.) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার ভোরের আলো ফোটার আগেই তাঁর ইন্তেকালের সংবাদে শোকের ছায়া নেমে এসেছে ইসলামি বিশ্বে।

হাদিস বিদ্যার জগতে ড. আহমদ ওমর হাশেম ছিলেন এক অমলিন আলোকবর্তিকা, যাকে সম্মানভরে “আমিরুল ফিল হাদিস” বলা হতো। তাঁর শিক্ষা ও গবেষণায় আলোকিত হয়েছেন অসংখ্য মুহাদ্দিস, মুফাসসির ও আলেম। প্রথাগত ধর্মীয় জ্ঞানের সঙ্গে আধুনিক প্রজ্ঞার সমন্বয়ে তিনি ইসলামি চিন্তায় নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন।

দীর্ঘ জীবন তিনি উৎসর্গ করেছিলেন কুরআন ও হাদিসের সেবা, ইসলামি গবেষণা এবং দাওয়াতের প্রচারে। তাঁর প্রতিটি কর্ম ও চিন্তা মুসলিম উম্মাহর জন্য দিকনির্দেশনার আলো হয়ে আছে।

আল-আজহার বিশ্ববিদ্যালয়, এর শিক্ষক ও শিক্ষার্থীরা, এবং সমগ্র ইসলামি বিশ্ব তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। অসংখ্য ছাত্র, অনুরাগী ও আলেম সামাজিক মাধ্যমে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) জোহরের নামাজের পর আল-আজহার বিশ্ববিদ্যালয় মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শারকিয়া গভর্নরেটের জাগাজিগের বানি আমের গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পিতৃভূমির মাটিতে দাফন করা হবে।

ইসলামি চিন্তা ও হাদিস গবেষণায় ড. আহমদ ওমর হাশেম রেখে গেছেন এক উজ্জ্বল উত্তরাধিকার। তাঁর জ্ঞান ও প্রজ্ঞার আলো যুগে যুগে মুসলিম উম্মাহকে দিকনির্দেশনা দেবে। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন।