জাহান্নাম থেকে মুক্তিই প্রকৃত সফলতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর, ২০২৫ এ ৯:৫৪ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মানবজীবনে প্রত্যেকে সফলতা অর্জনের প্রত্যাশা করে। কেউ সম্পদে, কেউ ক্ষমতায়, কেউ আবার স্বাস্থ্য ও সামাজিক মর্যাদায় সফলতার সংজ্ঞা নির্ধারণ করে। কিন্তু প্রকৃত সফলতা কী—এ প্রশ্নের উত্তর আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে স্পষ্টভাবে প্রদান করেছেন।

আল্লাহ তায়ালা কোরআনে ঘোষণা করেছেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে এবং জান্নাতে প্রবেশ করবে, প্রকৃত সফলকাম সেই-ই। অর্থাৎ দুনিয়ার সকল অর্জন ও বাহ্যিক প্রাপ্তিই সফলতার মানদণ্ড নয়; বরং প্রকৃত সফলতা হলো আখিরাতে মুক্তি।

পবিত্র কোরআনের আয়াত:

كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ۗ وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ ۖ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ ۗ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ

উচ্চারণ: কুল্লু নাফসিন যায়েকাতুল মাওত, ওয়া ইন্নামা তুওয়াফ্ফাউনা উজূরাকুম ইয়াওমাল কিয়ামাহ, ফামান যুহঝিহা ‘আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফা’আয, ওয়া মাল হায়াতুদ দুনইয়া ইল্লা মাতা’উল গুরূর।

অর্থ: "প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর কিয়ামতের দিনই তোমাদের কর্মফল পূর্ণমাত্রায় প্রদান করা হবে। অতএব যাকে আগুন (জাহান্নাম) থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই হবে সফলকাম। আর দুনিয়ার জীবন তো ধোঁকাময় ভোগ ছাড়া কিছুই নয়।" (সুরা আলে ইমরান: আয়াত ১৮৫)

এই আয়াত থেকে স্পষ্ট যে মৃত্যু অনিবার্য বাস্তবতা। দুনিয়ায় যে যতই অর্জন করুক, পরকালে তার পূর্ণ হিসাব দিতে হবে। প্রকৃত সফলতা সেই অর্জন করবে, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন পরিচালনা করেছে এবং পরিণামে জান্নাত লাভ করেছে।

এছাড়া দুনিয়ার জীবনকে এখানে ছলনাময় হিসেবে আখ্যায়িত করা হয়েছে। অর্থাৎ এই পৃথিবীর ধনসম্পদ, ভোগবিলাস, খ্যাতি ও প্রভাব সবই অস্থায়ী। যে ব্যক্তি এই ধোঁকার ফাঁদে পা দেবে, সে পরকালে ব্যর্থ হবে। আর যে দুনিয়ার মোহ থেকে নিজেকে বাঁচিয়ে নেবে, আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন কাটাবে, সেই-ই হবে প্রকৃত সফল মানুষ।