৪৭ দিন পর সুস্থ হয়ে জনসম্মুখে ফিরলেন জামায়াত আমির শফিকুর রহমান

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৫ এ ৮:৪৫ এএম
জামায়াত আমির ডা. শফিকুর রহমান।  ছবি : সংগৃহীত

জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

অসুস্থ হওয়ার দীর্ঘ ৪৭ দিন পর সুস্থ হয়ে জনসম্মুখে উপস্থিত হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-১০ আসনের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত একটি ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তব্যের শুরুতেই তিনি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দীর্ঘ একমাসের বেশি সময় পর মিডিয়ার সামনে দাঁড়ানোর সুযোগ আমাকে আল্লাহ দিয়েছেন। এজন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ।” তিনি আরও বলেন, আল্লাহর তৌফিক ছাড়া এভাবে জনসম্মুখে দাঁড়ানো সম্ভব ছিল না।

নিজের অসুস্থতার অভিজ্ঞতা বর্ণনা করে তিনি জানান, গত ১৯ জুলাই রাজধানীতে দলের মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। ওই সময় টিভি স্ক্রিনে ঘটনাটি দেখেন খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মমিনুজ্জামান। তিনি ধারণা দেন যে সমস্যাটি মস্তিষ্ক নয়, বরং হৃদযন্ত্রে হতে পারে। পরবর্তীতে বিশেষজ্ঞ চিকিৎসকদের বোর্ডে পরীক্ষা-নিরীক্ষায় তার হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিলেও তিনি দৃঢ়ভাবে বিশ্বাস প্রকাশ করেন যে, আল্লাহ চাইলে বাংলাদেশেই সুস্থ করতে পারবেন।

জামায়াত আমির বলেন, “চিকিৎসকরা সিঙ্গাপুর, ব্যাংকক বা আমেরিকার পরামর্শ দিয়েছেন। কিন্তু আমি বলেছি—আল্লাহ কি শুধু সেখানে আছেন? আল্লাহ সর্বত্র আছেন। তাই তিনি চাইলে আমার জন্মভূমিতেই আমাকে সুস্থ করতে পারেন।” তিনি বিশ্বাস প্রকাশ করেন, আল্লাহর ইচ্ছাতেই তিনি আবার জনসম্মুখে দাঁড়ানোর শক্তি পেয়েছেন।

দলীয় সূত্রে জানা যায়, ডা. শফিকুর রহমানের জনসম্মুখে প্রত্যাবর্তন নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। রাজনৈতিকভাবে সংকটময় সময়ে দলের শীর্ষ নেতাকে জনসমক্ষে দেখতে পাওয়া কর্মী-সমর্থকদের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।