জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চায় খেলাফত মজলিস


রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখছেন খেলাফত মজলিসের নেতারা। ছবি:সংগৃহীত
জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান এবং এর ওপর ভিত্তি করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ ছয় দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
এর আগে সকালে খেলাফত মজলিস মনোনীত ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ। সভায় দলের শীর্ষ নেতৃত্বসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে ড. আহমদ আবদুল কাদের বলেন, গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ছিলো ফ্যাসিবাদী শাসনের দ্রুত বিচার ও রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। কিন্তু কাঙ্ক্ষিত গতিতে সেই প্রক্রিয়া এগোয়নি। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে এবং নির্বাচনের আইনি ভিত্তি হিসেবে তা ঘোষণা করতে হবে।
খেলাফত মজলিসের দাবি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অনিশ্চয়তা দূর করতে হবে। সনদটি ঘোষণা করে সাংবিধানিক মর্যাদা দিতে হবে। একই সঙ্গে এই সনদের ভিত্তিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে।
দলের নতুন কর্মসূচির মধ্যে রয়েছে ৫ থেকে ৯ অক্টোবর গণসংযোগ, ১০ অক্টোবর ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে গণমিছিল, ১২ অক্টোবর সারাদেশের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান, এবং ১৫ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সংসদীয় আসনভিত্তিক পক্ষকালব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন।
খেলাফত মজলিসের নেতারা আশা প্রকাশ করেছেন, সরকারের ইতিবাচক পদক্ষেপ ও জাতীয় ঐকমত্য কমিশনের কার্যকর ভূমিকার মাধ্যমে একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক নির্বাচনী পরিবেশ তৈরি হবে।