বিবিসি বাংলায় সাক্ষাৎকারে তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা


তারেক রহমান। ছবি:সংগৃহীত
দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে মুখ খুললেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলায় দেওয়া এই বিশেষ সাক্ষাৎকারে তিনি আগামী জাতীয় নির্বাচন, আওয়ামী লীগের রাজনীতি, দলীয় কৌশল, এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত কথা বলেছেন।
সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও সিনিয়র সাংবাদিক কাদির কল্লোল। আজ পাঠকদের জন্য প্রকাশিত হয়েছে সাক্ষাৎকারের প্রথম পর্ব।
প্রথমেই নিজের খোঁজখবর জানতে চাইলে তারেক রহমান বলেন, “আলহামদুলিল্লাহ, আমি শারীরিকভাবে ভালো আছি। সময় ব্যস্তভাবেই কাটছে। যদিও আমি দেশে নেই, তবু মন ও চিন্তায় আমি গত ১৭ বছর ধরেই বাংলাদেশের সঙ্গেই আছি।”
দীর্ঘদিন গণমাধ্যমে কথা না বলার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “আসলে আমি নীরব ছিলাম না। আমি প্রবাসে থেকেও দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি। তবে একসময় আদালতের আদেশে আমার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ছিল। এমনকি প্রেস ক্লাবে আমার বক্তব্য রাখার সুযোগও বন্ধ করে দেওয়া হয়েছিল।”
তারেক রহমান আরও বলেন, “আমি সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মানুষের সঙ্গে সংযুক্ত ছিলাম। হয়তো গণমাধ্যমে তা প্রকাশ পায়নি, কিন্তু আমি জনগণের সঙ্গে সবসময়ই কথা বলেছি।”
দেশে ফেরার বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, “কিছু বাস্তব কারণে এখনও ফেরা সম্ভব হয়নি। তবে সময় এসে গেছে মনে হয়। ইনশাআল্লাহ খুব শিগগিরই দেশে ফিরব।”
আগামী নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তারেক রহমান বলেন, “রাজনীতি করছি, তাই নির্বাচন থেকে দূরে থাকা সম্ভব নয়। জনগণের প্রত্যাশিত নির্বাচনে আমি অবশ্যই অংশ নেব, জনগণের মাঝেই থাকব ইনশাআল্লাহ।”