সঞ্জয়ের সঙ্গে সম্পর্ক ভাঙলেন মাধুরী, জানালেন ভয়েই দূরত্ব

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
৫ অক্টোবর, ২০২৫ এ ৪:০৯ এএম
বলিউড তারকা মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্তের প্রেম একসময় ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। ছবি: সংগৃহীত

বলিউড তারকা মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্তের প্রেম একসময় ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। ছবি: সংগৃহীত

বলিউডের রুপালি পর্দার অন্যতম জনপ্রিয় জুটি মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্ত। ‘সাজান’ ছবির সময় থেকেই তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে পুরো বলিউডে। কিন্তু ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলার সঙ্গে সঞ্জয় দত্তের নাম জড়িয়ে পড়তেই সেই সম্পর্কের ইতি ঘটে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাংবাদিক হানিফ জাভেরি জানিয়েছেন, কীভাবে ভয় ও আশঙ্কা থেকেই মাধুরী সম্পর্ক থেকে সরে দাঁড়িয়েছিলেন।

হানিফ জাভেরি জানান, সঞ্জয় দত্তের গ্রেপ্তারের পর মাধুরী খুব সচেতনভাবে তার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেন। জামিনে মুক্তি পাওয়ার পরও মাধুরী আর তাঁর সঙ্গে প্রকাশ্যে আসেননি। একটি চলচ্চিত্রের প্রচারণা অনুষ্ঠানে প্রযোজক চেষ্টা করেছিলেন তাঁদের একসঙ্গে আনতে, কিন্তু মাধুরী স্পষ্টভাবে তা এড়িয়ে যান।

জাভেরির ভাষায়, “আমি লক্ষ্য করলাম, সব ফটোগ্রাফার অপেক্ষা করছিলেন— মাধুরী ও সঞ্জয়ের একসঙ্গে প্রথম ছবি তুলবেন বলে। কিন্তু মাধুরী মঞ্চে না গিয়ে দ্রুত অনুষ্ঠান ত্যাগ করেন। এতে স্পষ্ট বোঝা যাচ্ছিল, তিনি আর সঞ্জয়ের সঙ্গে নিজের নাম জড়াতে চান না।”

সাংবাদিকের দাবি, মাধুরীর এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ ছিল ভয়। তিনি আশঙ্কা করেছিলেন, সঞ্জয়ের মামলার কারণে তাকেও তদন্তে জড়ানো হতে পারে বা কোনোভাবে বিপাকে পড়তে পারেন। নিজের অভিনয়জীবন ও ইমেজ রক্ষার স্বার্থেই তিনি সঞ্জয় থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন।

বলিউডের ইতিহাসে মাধুরী ও সঞ্জয়ের এই অধ্যায় আজও অন্যতম আলোচিত এক প্রেমকাহিনি হিসেবে থেকে গেছে। সময়ের সঙ্গে সম্পর্ক ভেঙে গেলেও তাঁদের পর্দার রসায়ন এখনো ভক্তদের মনে গেঁথে আছে।