নির্বাচনে বরিশালের ৭ আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত


জামায়াত আমির। ছবি: আজকের প্রথা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বরিশাল ও পার্শ্ববর্তী জেলাগুলোতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বিশেষ করে বরিশালের সাতটি আসনে বিএনপি এখন চরম চাপে রয়েছে। ঐ আসনগুলোতে জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ দৃশ্যমান শক্ত অবস্থান তৈরি করেছে। স্থানীয় রাজনীতির মাঠ পর্যায়ের চিত্র বলছে, নিরপেক্ষ ভোট হলে এসব আসনে বিএনপির পক্ষে জয় পাওয়া কঠিন হয়ে দাঁড়াবে।
বরিশাল-২ আসনে আলোচনার কেন্দ্রে রয়েছেন সাবেক এমপি গোলাম ফারুক অভি। দীর্ঘদিন কানাডায় অবস্থান করলেও উন্নয়ন কর্মকাণ্ড ও জনপ্রিয়তায় তিনি এখনো শীর্ষে। মামলায় বেকসুর খালাস পাওয়ার পর দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই সাবেক ছাত্রনেতা। স্থানীয় ভোটারদের সঙ্গে আলাপে জানা গেছে, অভির প্রতি সমর্থনে তারা এখনো একমত। ফলে বিএনপি প্রার্থীর জন্য জয় পাওয়া চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
বরিশাল-৫ আসনে বিএনপির জন্য বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা মুফতি সৈয়দ ফয়জুল করীম। আগের নির্বাচনে প্রতিকূল পরিবেশেও তিনি বিপুল ভোট পেয়েছিলেন। এবার জামায়াত ও ইসলামী আন্দোলন এক হলে বিএনপির ঘাঁটি হিসেবেও পরিচিত এ আসনে তাদের বিপাকে পড়ার আশঙ্কা রয়েছে। যদিও বিএনপির স্থানীয় নেতারা বলছেন, দল ঐক্যবদ্ধ এবং ধানের শীষের বিজয়ে তারা আশাবাদী।
পিরোজপুর জেলাতেও জামায়াত ও ইসলামী আন্দোলন শক্ত অবস্থানে রয়েছে। জামায়াতের প্রয়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই পুত্র মাসুদ সাঈদী ও শামিম সাঈদী এবার আলোচনায়। অন্যদিকে একাধিকবার দলবদল করে নির্বাচিত রুস্তুম আলী ফরাজী এবার হাতপাখার প্রার্থী হয়েছেন। এসব আসনে বিএনপি প্রার্থীরা অন্তর্কলহে জর্জরিত থাকায় দলটি দুর্বল অবস্থানে রয়েছে।
পটুয়াখালীতেও বিএনপির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বিশেষ করে পটুয়াখালী-৪ ও ২ আসনে জামায়াতের প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদ এবং বিএনপির সাবেক নেতা থেকে ইসলামী আন্দোলনে যোগ দেওয়া ডা. মোস্তাফিজুর রহমান শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন। স্থানীয় পর্যায়ে বিএনপির অন্তর্দ্বন্দ্ব ও নানা অভিযোগে ভোটারদের আস্থায় ভাটা পড়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বরিশাল ও দক্ষিণাঞ্চলের অন্তত সাতটি আসনে জামায়াত ও ইসলামী আন্দোলনের উত্থান বিএনপির জন্য উদ্বেগজনক। দলটির প্রার্থীরা যতই ঐক্যের কথা বলুন না কেন, মাঠের বাস্তবতা ভিন্ন চিত্রই ইঙ্গিত করছে।