তিন দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো’ সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আজ থেকে তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পাশাপাশি তিনটি নোট বিনিময় হওয়ার কথা রয়েছে।
রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে সফরের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহ আসিফ রহমান। তিনি জানান, সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্ত হবেন একাধিক উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বিডার চেয়ারম্যান, আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
সফরের প্রথম দিনে মালয়েশিয়ার রাজধানীতে পৌঁছালে গার্ড অব অনারের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানানো হবে। ১২ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে, যার পর উভয় দেশের প্রতিনিধি পর্যায়ে আলোচনা হবে। বৈঠক শেষে বিভিন্ন খাতে সহযোগিতার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। একই দিন বিকেলে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং একটি ব্যবসায়িক ফোরামে অংশ নেবেন।
সফরের শেষ দিনে প্রধান উপদেষ্টা ইউনিভার্সিটি কেবাঙ্গাসান মালয়েশিয়ার চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। এছাড়া মালয়েশিয়ায় নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ, দক্ষ পেশাজীবীদের সুযোগ বৃদ্ধি এবং শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণে গুরুত্ব দিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এই সফরে খাজানা ন্যাশনালের সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা সহযোগিতা এবং গভীর সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হবে। পাশাপাশি হালাল খাদ্য ব্যবস্থাপনা, শিক্ষা ও প্রশিক্ষণ সহযোগিতার বিষয়গুলোতেও সমঝোতা হবে।
সরকারি সূত্র জানায়, এই সফর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।